বিনিয়োগের জন্য দরকার আমলাদের প্রশিক্ষণ
৩০ অক্টোবর ২০১০জার্মানি মূলত ভারী শিল্পের জন্য বিখ্যাত৷ মোটর গাড়ি, জাহাজ, উড়োজাহাজ, ষ্টিল, এঞ্জিনিয়ারিং, শিল্পের যন্ত্রপাতি, ইলেকট্রিক্যাল প্রভৃতি৷ বিশেষ করে গার্মেন্টস শিল্পের যন্ত্রপাতির জন্য জার্মানির খ্যাতি বিশ্বজোড়া৷
জার্মান বিনিয়োগকারীরা এখন তৈরি পোশাক শিল্পের প্রতি আগ্রহী হচ্ছেন৷ আর তাঁরা এই শিল্পে বাংলাদেশে বিনিয়োগ করতে চান – জানালেন জার্মান কোম্পানি টুপসুড-এর প্রধান নির্বাহী ড. অ্যাক্সেল ষ্টেপকিন৷ তিনি বলেন, তৈরি পোষাক শিল্পের জন্য বাংলাদেশে তুলনামূলক কম মজুরীতে দক্ষ শ্রমিক পাওয়া যায়৷
টুপসুড মূলত: সার্টিফিকেশন, টেষ্টিং, ট্রেনিং এবং কনসালট্যান্ট ভিত্তিক প্রতিষ্ঠান৷ বিশ্বের ৪০টি দেশে ১৫ হাজার কর্মী নিয়ে তারা কাজ করে৷ ড. অ্যাক্সেল ষ্টেপকিন জানান, জার্মানিসহ ইউরোপের বাজারে বাংলাদেশের তৈরি পোশাকের রফতানি আরো বাড়বে৷ এর কারণ হিসেবে তিনি এখানকার তৈরি পোশাকের গুণগত মানের কথা উল্লেখ করেন৷
তিনি মনে করেন, বাংলাদেশে শিল্পের বিকাশের জন্য প্রশাসনের কর্মকর্তাদের প্রশিক্ষন প্রয়োজন৷উন্নত বিশ্বে প্রশিক্ষনের মাধ্যমে শিল্পবান্ধব প্রশাসন গড়ে তোলা হয়েছে৷ তাঁর মতে শিল্প এবং প্রশাসনের লোকজনের মধ্যে চিন্তার ঐক্য জরুরি৷
টুপসুড বাংলাদেশে তৈরি পোশাকের জন্য একটি টেষ্টিং ল্যাব গড়ে তোলার কাজ শুরু করেছে৷ স্থাপন করা হবে ট্রেনিং ইনষ্টিটিউট৷ বাংলাদেশ-জার্মানি চেম্বারের সেমিনারে যোগ দিতে টুপসুড-এর প্রধান নির্বাহী ঢাকায় আসেন৷
প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা
সম্পাদনা: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়