‘বিদ্রোহী’ কবিতা
২৫ মে ২০১২সেসময় কবিতাটি এতটাই জনপ্রিয়তা পায় যে পরবর্তীতে মাসিক ‘মোসলেম ভারত' সহ আরও অনেক পত্রিকাই কবিতাটি প্রকাশ করে৷ কেন কবিতাটি এত জনপ্রিয় হয়েছিল? এ প্রসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. সৌমিত্র শেখর বলেন, ‘‘বিদ্রোহী কবিতাতে সেসময় ভারতবর্ষের মানুষের ওপর ব্রিটিশদের যে অধিকার ছিল তাকে নানাভাবে ব্যঙ্গ করা হয়েছে৷''
বিদ্রোহী কবিতার মাধ্যমে কবি কীভাবে মাথা উঁচু করে বাঁচতে হয় সেটা দেখিয়েছেন৷ ড. শেখর বলেন, ‘‘এই কবিতার মধ্যে কবি একইসঙ্গে মুসলিম, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান মিথ ব্যবহার করেছেন৷ তবে প্রচলিত অর্থে নয়, বরং সমকালের পরিপ্রেক্ষিতে এই মিথকে এবং মিথের মধ্য দিয়ে মানুষের পুনর্জাগরণকে কবিতার মধ্যে ধারণ করেছিলেন৷''
তিনি বলেন, এই কবিতার মধ্য দিয়ে আমরা যেমন বিদ্রোহী কবি নজরুলকে পাই তেমনি প্রেমিক নজরুলকেও পাওয়া যায়৷ ‘মম এক হাতে-বাঁকা বাঁশের বাঁশরী, আর হাতে রণ-তূর্য্য' কবিতার এই লাইনের মধ্য দিয়ে বোঝা যায় যে, কবি তাঁর প্রেমকে, প্রেয়সীকেও উপেক্ষা করেন নি, বলেন ড. শেখর৷
প্রতিবেদন: জাহিদুল হক
সম্পাদনা: সঞ্জীব বর্মন