1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিকল্প নোবেল পুরস্কার ঘোষিত হল

২৭ সেপ্টেম্বর ২০১২

সুইডেন ভিত্তিক রাইট লাইভলিহুড অ্যাওয়ার্ড এবার পেলেন একজন আফগান নারী আন্দোলনকারী, অহিংস নাগরিক আন্দোলনের এক মার্কিন প্রবক্তা, একটি ব্রিটিশ সমরাস্ত্র বিরোধী সংগঠন ও এক তুর্কি পরিবেশবাদী৷

https://p.dw.com/p/16GNl
ছবি: dapd

৫৫ বছর বয়সি সিমা সামার আফগান ইন্ডিপেন্ডেন্ট হিউম্যান রাইটস কমিশনের প্রধান৷ সিমা আদতে পেশায় ডাক্তার৷ ১৯৭৯ সালে আফগানিস্তানে সোভিয়েত অনুপ্রবেশের সময় হঠাৎ এক রাত্রে তাঁর প্রথম স্বামীকে গ্রেপ্তার করা হয় - যার পর থেকে তাঁর আর কোনো হদিশ পাওয়া যায়নি৷

সিমা পালান পাকিস্তানে, যেখানে তিনি সীমান্তের দু'পারে উদ্বাস্তু শিবিরগুলোয় আফগান মহিলাদের নিয়ে কাজ করতে শুরু করেন৷ ২০০১ সালে তিনি আফগানিস্তানে ফিরে হামিদ কারজাই'এর সরকারে ডেপুটি প্রেসিডেন্টের পদ গ্রহণ করেন - আফগানিস্তানের ইতিহাসে সেযাবৎ কোনো মহিলা এত উঁচু কোনো রাজনৈতিক পদ অলঙ্কৃত করেননি৷

সিমা সামার মহিলা বিষয়ক মন্ত্রণালয়টি সৃষ্টি করেন এবং মহিলাদের সরকারে চাকুরি করার অধিকার দেওয়ার ব্যবস্থা করেন৷ নারীশিক্ষা - বিশেষ করে ছোট মেয়েদের স্কুলে যাওয়া - এবং নারীদের বিভিন্ন ইস্যু সম্পর্কে একটি পৃথক আইন বিভাগ তৈরিও ছিল তাঁর দু'টি পেটোয়া প্রকল্প৷ ২০০২ সালে মন্ত্রীসভা পরিত্যাগ করার পর তিনি এআইএইউচআরসি প্রতিষ্ঠা করেন এবং আজও তার প্রধান হিসেবে কাজ করছেন৷

Türkische Umweltschützer Hayrettin Karaca
৯০ বছর বয়সি হায়রেত্তিন কারাচাছবি: TEMA

সিমা সামার ছাড়াও এবার রাইট লাইভলিহুড অ্যাওয়ার্ড পেলেন ৮৪ বছর বয়সি মার্কিন বুদ্ধিজীবী জিন শার্প, যাঁকে অহিংস আন্দোলনের ‘মাকিয়াভেলি' বলে অভিহিত করা হয়ে থাকে৷ ব্রিটেনের ক্যাম্পেইন এগেইনস্ট আর্মস ট্রেড বা সিএএটি সংস্থা অস্ত্র ব্যবসায়ের বিরুদ্ধে সক্রিয়৷ এবং ৯০ বছর বয়সি হায়রেত্তিন কারাচা'কে তুরস্কের পরিবেশবাদী আন্দোলনের ‘পিতামহ' বলে অভিহিত করা হয়ে থাকে৷

জনগণের শক্তি সম্পর্কে জিন শার্প যা লিখেছেন, মিয়ানমারের জঙ্গল থেকে কায়রোর তাহরির চত্বর অবধি সর্বত্র তার প্রভাব পড়েছে৷ অপরদিকে সিমা সামার এই রাইট লাইভলিহুড অ্যাওয়ার্ড পাবার পর তাঁর সংগঠন আরো বেশি বিদেশি সাহায্য পাবে বলে মনে করা হচ্ছে৷ কেননা এই সংগ্রামি আফগান নারী নিজেই বলেছেন, আফগানিস্তানে মহিলাদের পরিস্থিতি সন্তোষজনক নয়৷

তবে অতীতে ‘‘আমরা অতি কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে গেছি এবং বেঁচে থেকেছি৷'' এবারেও তার কোনো ব্যতিক্রম হবে না, বলে মনে করেন সিমা সামার৷

এসি/ডিজি (ডিপিএ, এএফপি, এপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য