বিএনপি’র আন্দোলন
২৯ নভেম্বর ২০১২ঢাকায় বিএনপি'র নেতৃত্বে ১৮ দলের মহাসমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপি'র চেয়ার পার্সন বেগম খালেদা জিয়া৷ বুধবার বিকেলের এই সমাবেশে তিনি তত্ত্ববধায়ক সরকারেরর দাবিতে রাজপথ অবরোধ এবং জনসংযোগের কর্মসূচি দেন৷ বলেন, এরপরও দাবি পূরণ না হলে হরতাল অবরোধের মতো কঠোর কর্মসূচি দেয়া হবে৷
খালেদা জিয়া একই সমাবেশে আগামী নির্বাচনে বিএনপি'কে ভোট দেয়ার আহ্বান জানান৷ তিনি বলেন, বিএনপি'কে আর একবার সুযোগ দিলে বাংলাদেশেকে ক্ষুধা এবং দারিদ্র্যমুক্ত করে একটি স্বাবলম্বী দেশে পরিণত করা হবে৷ আর সেটা না পারলে তিনি জনগণের সামনে আসবেন না বলে জানান খালেদা জিয়া৷
অন্যদিকে ঢাকার বাইরে এক সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিএনপি'কে দেশে ঝামেলা সৃষ্টি না করার জন্য অনুরোধ করেন৷ প্রধানমন্ত্রীর কথায়, বিএনপি অতীতে ক্ষমতায় থাকাকালে জঙ্গি এবং সন্ত্রাসী কর্মকাণ্ডে মদদ দিয়েছে৷ তারা আবার ক্ষমতায় এলে একই কাজ করবে৷
প্রধানমন্ত্রী বলেন, তাঁর সরকারের আমলে দেশে অর্থনৈতিক উন্নয়ন হয়েছে৷ মানুষের কর্মসংস্থান হয়েছে৷ এমনকি, বিদ্যুতে দেশ স্বয়ংসম্পূর্ণ হওয়ার পথে৷ তাই তার সরকারের পক্ষেই সম্ভব উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করা৷