বিএনপির কর্মসূচি
৭ মার্চ ২০১২১২ই মার্চ বিএনপি'র ‘চলো চলো, ঢাকা চলো' কর্মসূচি৷ সারা দেশ থেকে ঢাকায় ওইদিন লোক সমাগম করে মহাসমাবেশ করবেন তারা৷ কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন বলেছেন, ওই দিন নাশকতার পরিকল্পনার খবর আছে আইন-শৃঙ্খলা বাহিনীর কাছে৷ আর সেজন্য আইন-শৃঙ্খলা বাহিনী আগাম সতর্কতামূলক ব্যবস্থা নেয়া শুরু করেছে৷ তিনি বলেন, কোনভাবেই দেশে বিশৃঙ্খল অবস্থা সৃষ্টি করতে দেয়া হবেনা৷
আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, ১২ই মার্চ ঢাকায় জঙ্গিদের দিয়ে নাশকতা করা হবে বলে তাদের কাছে খবর আছে৷ কিন্তু বিএনপি'র সেই পরিকল্পনা সফল হতে দেয়া হবেনা৷
এর জবাবে বিএনপি'র ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার বিরোধী দলের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে ৷ এর আগেও সরকার গণমিছিলে নাশকতার কথা বলেছিল৷ কিন্তু বিএনপি শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করেছে৷ তিনি সরকারে কাছে তাদের কর্মসূচি পালনে সহায়তা চেয়েছেন৷
বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবেদিন ফারুক বলেছেন, সরকারি দলের লোকজনই বিএনপি'র কর্মসূচি পণ্ড করতে সন্ত্রাসী কার্যকলাপের পরিকল্পনা করছে৷ তিনি বলেন, কোন মাস্তানি সহ্য করা হবেনা৷
এদিকে আজ ঢাকায় ৭ই মার্চ উপলক্ষে গণব়্যালির কর্মসূচি পালন করবে আওয়ামী লীগের নেতৃত্বে ১৪ দল৷ এই ব়্যালির সূচনা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷
প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা
সম্পাদনা: সঞ্জীব বর্মন