1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বালুচিস্তানে বিস্ফোরণে নিহত পাক সেনা অফিসার

২৪ আগস্ট ২০২১

আফগানিস্তান সীমান্তের পাশে পাকিস্তানের বালুচিস্তানে বিস্ফোরণ। মৃত এক সেনা ক্যাপ্টেন।

https://p.dw.com/p/3zP03
প্রতীকী ছবি।ছবি: DW/A. Ghani Kakar

এর আগে খাইবার-পাখতুনখোয়ায় হয়েছিল, এবার হলো বালুচিস্তানে। বিস্ফোরণে মৃত্যু হলো পাক সেনা অফিসারের। টোবো-গিরচিক এলাকায় বিদ্রোহীদের পেতে রাখা মাইনে পাকিস্তান সেনার একটি গাড়ি উড়ে যায়। এর ফলে মারা যান ক্যাপ্টেন কাশিম। দুই জন সেনা আহত হয়েছেন।

পাকিস্তানের সেনা জানিয়েছে, বালুচিস্তানের বিদ্রোহীরা এই কাণ্ড করেছে। রোববার এই বিস্ফোরণের পর এলাকাজুড়ে তল্লাশি চালানো শুরু হয়। শুক্রবারও বালুচিস্তানে বিস্ফোরণ হয়েছিল। তবে তা হয়েছিল গদর বন্দরের কাছে। একটি অসামরিক গাড়িতে বিস্ফোরণ হয় এবং তিনজন মারা যান। তার মধ্যে দুই জন শিশু। তখনো ঘটনার জন্য বালুচ ন্যাশনাল আর্মিকে দায়ী করেছিল পাক সেনা।

আফগানিস্তানের পরিপ্রেক্ষিতে বালুচিস্তান আলাদা গুরুত্ব পাচ্ছে। এই সীমান্ত থেকেই তালেবান তাদের অভিযান পরিচালনা করেছে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলি জানিয়েছে। এই সীমান্ত পেরিয়েই কান্দাহার, হেলমন্দে তালেবান অভিযান করেছিল। ইরান, তুর্কমেনিস্তানের সীমান্ত এলাকাতেও তারা এখান থেকেই গিয়েছিল। সেজন্যই এবার বালুচিস্তানের সীমান্ত এলাকা আলাদা তাৎপর্য পেয়েছে। আগের বার তালেবান খাইবার-পাখতুনখোয়া সীমান্তকে ব্যবহার করে আফগানিস্তানের ভিতরে ঢুকেছিল।

বালুচিস্তানের বিদ্রোহী গোষ্ঠীগুলি অনেকদিন ধরেই এখানে তৎপরতা চালিয়ে যাচ্ছে। তারা এভাবে লাগাতার বিস্ফোরণ ঘটানোয় পাক সরকারের চিন্তা বাড়ছে। গত বুধবার খাইবার-পাখতুনখোয়া এলাকায় তেহরিক-ই-তালেবানের সঙ্গে সংঘর্ষে একজন পাক মেজর মারা গিয়েছিলেন। এই নিয়ে এই দুই অঞ্চলে দুই জন পাক সেনা অফিসার মারা গেলেন।

জিএইচ/এসজি(এপি, এএফপি, রয়টার্স)