1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অভিযুক্ত মোদীর মন্ত্রী!

৩১ মে ২০১৭

ভারত সরকারের একজন কেন্দ্রীয় মন্ত্রী ও শাসক দল বিজেপির দুই শীর্ষস্থানীয় নেতার বিরুদ্ধে মঙ্গলবার দেশটির একটি আদালত বাবরি মসজিদ ভাঙায় ইন্ধন জোগানোর অভিযোগ এনেছে৷

https://p.dw.com/p/2dt0K
বাবরি মসজিদে হামলা চালাচ্ছে হিন্দু মৌলবাদিরা
১৯৯২ সালের ৬ ডিসেম্বর বাবরি মসজিদে হামলা চালায় হিন্দু মৌলবাদিরাছবি: Getty Images/AFP/D .E. Curran

১৯৯২ সালে উত্তর প্রদেশে অবস্থিত ষোড়শ শতকের এই মসজিদ ধ্বংস করতে হিন্দু জনতাকে উসকে দেয়ার অভিযোগ আনা হয়েছে তাঁদের বিরুদ্ধে৷ এই তিন জন হলেন পানিসম্পদমন্ত্রী উমা ভারতী, বিজেপি নেতা এলকে আদভানি এবং এম এম যোশি৷ তাঁরা জামিনে আছেন৷

বাবরি মসজিদ ভাঙার ঘটনায় ভারতজুড়ে দাঙ্গা ছড়িয়ে পড়লে প্রায় দুই হাজার মানুষ প্রাণ হারান৷

অভিযুক্ত এই তিন জন ছাড়াও রায় ঘোষণার সময় ১২ জন আদালতে উপস্থিত ছিলেন৷

তবে তাঁরা এই অভিযোগ অস্বীকার করেছেন৷ রায় ঘোষণার আগে মন্ত্রী উমা ভারতী সাংবাদিকদের বলেন, তিনি নিজেকে অপরাধী মনে করেন না এবং মসজিদ ভাঙার ঘটনায় কোনো ষড়যন্ত্রও দেখতে পাননা৷ ‘‘ওটা একটি ওপেন মুভমেন্ট ছিল৷ সেখানে কোনো ষড়যন্ত্র ছিল না,’’ সাংবাদিকদের বলেন তিনি৷

তবে আদালত বলেছে, তাঁদের বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগ আনার মতো ‘পর্যাপ্ত প্রমাণ’ আছে৷

এই তিন শীর্ষ ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ এনেছিল ভারতের কেন্দ্রীয় তদন্ত ব্যুরো৷ নিম্ন আদালত সেই অভিযোগ খারিজ করে দেয়৷ কিন্তু গত মাসে দেশটির সুপ্রিম কোর্ট আবারও বিচার শুরুর আদেশ দেন৷ এরপর এই বিশেষ আদালত গঠন করা হয়৷

হিন্দু সম্প্রদায়ের অনেকে মনে করেন, রামের জন্মস্থানে একটি মন্দির ভেঙে সেখানে বাবরি মসজিদ প্রতিষ্ঠা করা হয়েছিল৷ বর্তমানে উমা ভারতীসহ বিজেপির অনেক নেতা বাবরি মসজিদের স্থানে আবারও মন্দির তৈরির কথা বলছেন৷

জেডএইচ/এসিবি (এএফপি, রয়টার্স)

প্রিয় পাঠক, আপনি কিছু বলতে চাইলে লিখুন নীচে মন্তব্যের ঘরে...