1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাজেটকে ঘিরে প্রত্যাশা

৭ জুন ২০১২

বাংলাদেশের জাতীয় সংসদে আজ ২০১২-১৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেট পেশ করা হবে৷ অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বিকেলে এই বাজেট পেশ করবেন৷ জানা গেছে, এবারের বাজেট হতে পারে প্রায় ২ লক্ষ কোটি টাকার৷

https://p.dw.com/p/158wP
Korruption in Bangladesch, Banknoten als Bestechung Datum: 06.12.2011 Eigentumsrecht: AHM Abdul Hai, Bengali Redaktion, DW, Bonn
ছবি: DW

আজ বিকেলেই জানা যাবে বাজেটের আকার৷ তবে নানা সূত্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী বাজেট হতে পারে ১,৯২,০০০ কোটি টাকার৷ আর এর মধ্যে রাজস্বসহ বিভিন্ন খাত থেকে আয় ধরা হচ্ছে ১,৩৯.০০০ কোটি টাকা৷ ঘাটতি থেকে যাবে ৫২,০০০ কোটি টাকা৷ আর এর মধ্যে বার্ষিক উন্নয়ন বাজেট হল ৫৫,০০০ কোটি টাকার৷ অর্থনীতিবিদ অধ্যাপক রেহমান সোবহান ডয়চে ভেলেকে জানান, বাজেটের আকারের চেয়ে গুরুত্বপূর্ণ হল বাজেট বাস্তবায়ন৷

বাজেটের ঘাটতি পূরণ হবে ব্যাংক ঋণ এবং বিদেশি সহায়তা থেকে৷ কিন্তু অধ্যাপক রেহমান সোবহান মনে করেন, বিদেশি সহায়তার ওপর জোর দেয়া উচিত৷ তিনি বলেন, পাইপলাইনে বিপুল পরিমাণ বিদেশি সহায়তা পড়ে আছে৷ বছরের পর বছর তা বাড়ছে৷ সরকারের উচিত হবে দক্ষতা বাড়িয়ে এসব বিদেশি সহায়তা কাজে লাগানো৷

আর পরিকল্পনা কমিশনের সদস্য ড. শামসুল আলম বলেন, বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে নানা ধরনের বাধা আসে৷ এর মধ্যে ঠিকাদারদের নানা অজুহাত একটি বড় কারণ৷

অর্থনীতিবিদ ড. দেবপ্রিয় ভট্টাচার্য মনে করেন, সাধারণ মানুষের জন্য প্রয়োজনীয় খাতগুলোতে বরাদ্দ বাড়ানো উচিত৷

এদিকে এবারের বাজেটে সড়ক যোগাযোগ, জ্বালানি ও বিদ্যুৎ অগ্রাধিকার খাত হিসেবে থাকছে৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা
সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য