1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাংলাদেশ সফরে প্রণব

হারুন উর রশীদ স্বপন, ঢাকা৩ মার্চ ২০১৩

ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির বাংলাদেশ সফরে দুই দেশের সম্পর্ক আরো সুদৃঢ় হবে বলে মনে করেন বিশ্লেষকরা৷ তাঁদের মতে, দ্বিপাক্ষিক অমীমাংসিত ইস্যু সমাধানে এই সফর সরাসরি কাজ করবেনা, তবে এর একটি ভূমিকা থাকবে৷

https://p.dw.com/p/17pFr
Pranab Mukherjee, presidential candidate of India's ruling alliance, gestures during a press conference in Gauhati, India, Friday, July 6, 2012. The Indian president is chosen by an electoral college composed of lawmakers from state assemblies and the federal Parliament. The election is scheduled for July 19. (Foto:Anupam Nath/AP/dapd)
ছবি: AP

তিন দিনের সফরে রোববার দুপুরে ঢাকায় পৌঁছার কথা ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির৷ তাঁকে স্বাগত জানাতে ঢাকা পুরোপুরি প্রস্তুত৷ ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক ড. শান্তনু মজুমদার ডয়চে ভেলেকে বলেন ভারতের প্রথম বাঙালি রাষ্ট্রপতির বাংলাদেশ সফরে একধরনের আবেগ কাজ করবে এটাই স্বাভাবিক৷ তবে সবচেয়ে বড় কথা বৃহৎ প্রতিবেশী দেশের সর্বোচ্চ ব্যক্তি বাংলাদেশ সফর করছেন৷ এতে দুই দেশের সম্পর্ক আরো গভীর হবে৷

India's President-elect Pranab Mukherjee greets journalists outside his residence after wining the presidential election in New Delhi, India, Sunday, July 22, 2012. Former Finance Minister Pranab Mukherjee, the candidate from India's governing Congress party, has claimed victory in the election for the country's next president, a largely ceremonial position. (AP Photo/Pankaj Nangia)
ভারতের প্রথম বাঙালি রাষ্ট্রপতি প্রণব মুখার্জিছবি: AP

তিনি বলেন তিস্তার পানিসহ বাংলাদেশ ও ভারতের মধ্যকার অমীমাংসিত সমস্যা সমাধান এই সফরের বিষয় নয়৷ তবে এই সফর অমীমাংসিত সমস্যা সমাধানে সহায়তা করবে৷

প্রণব মুখার্জি যখন বাংলাদেন সফর করছেন তখন বাংলাদেশ একটি বিশেষ সময় পার করছে৷ বিশেষ করে শাহবাগ আন্দোলন, যুদ্ধাপরাধীদের বিচার এবং এর প্রতিক্রিয়ায় ব্যাপক সহিংসতা৷ আর তাঁর সফরের তিন দিনই বাংলাদেশে জামায়াত এবং বিএনপির হরতাল রয়েছে৷ তারপরও এই সফরসূচি ঠিক থাকায় বাংলাদেশ সরকার তার প্রশাসনিক সক্ষমতা প্রমাণ করতে পেরেছে বলে মনে করেন ড. শান্তনু মজুমদার৷

তিনদিনের সফরে ভারতের রাষ্ট্রপতি বাংলাদেশের রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করবেন৷ ঢাকা বিশ্ববিদ্যালয় তাঁকে সম্মানসূচক ডি লিট ডিগ্রি দেবে৷ তিনি নড়াইলে তাঁর শ্বশুরবাড়ি যাবেন, শিলাইদহে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ি পরিদর্শন করবেন৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য