1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাংলাদেশ চূড়ান্ত পর্বে ওঠেনি, উঠেছে লাওস!

আশীষ চক্রবর্ত্তী২৮ মার্চ ২০১৩

বাংলাদেশের শীর্ষ স্থানীয় দৈনিকই শুধু নয়, ‘প্রথম আলো’ দাবি করে তারা সর্বাধিক প্রচারিত দৈনিকও৷ তাই ফুটবল নিয়ে একটা সুখবর তাদের সূত্র হিসেবে উল্লেখ করেই পরিবেশন করা হয়েছিল৷ একদিন পর প্রথম আলো অনলাইন জানাচ্ছে খবরটি ভুল!

https://p.dw.com/p/186Lw
ছবি: imago/Revierfoto

তার মানে এএফসি চ্যালেঞ্জ কাপের চূড়ান্ত পর্বে ওঠেনি বাংলাদেশ৷ উঠেছে লাওস ও তুর্কমেনিস্তান৷ বাছাইপর্বের সেরা ও দ্বিতীয় সেরা হিসেবে এ সুযোগ পেয়েছে তারা৷ প্রথম আলো অনলাইন জানাচ্ছে, একদিন পর বিষয়টি লিখিতভাবে জানিয়েছে এএফসি৷ আগে নাকি এশিয়ায় ফুটবলের সর্বোচ্চ সংস্থাই মৌখিকভাবে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে জানিয়েছিল বাছাইপর্বে দ্বিতীয় সেরা রানার্সআপ হয়ে চূড়ান্ত পর্বে উঠে যাওয়ার খবর৷ পরে নাকি মৌখিকভাবে দেয়া তথ্য থেকে এএফসি'ই সরে গেছে৷

তবে আগের দিন প্রথম আলো অনলাইন যেভাবে খবরটি পরিবেশন করেছিল সেখানে কিন্তু এএফসির মৌখিকভাবে কিছু বলার বিষয়টি নেই৷ তাই খবরে পূর্ণ আস্থা রাখাটাই ছিল যৌক্তিক৷ সেদিন লেখা হয়েছিল, ‘‘এএফসির সবুজ সংকেত চলে এসেছে বাফু্ফের কাছে৷ এএফসি চ্যালেঞ্জ কাপের চূড়ান্ত পর্বে খেলার টিকিট পেয়ে গেছে বাংলাদেশ৷ বাছাই পর্বে দ্বিতীয় সেরা রানার্স আপ হিসেবে আগামী বছর শুরুর দিকে মালদ্বীপে অনুষ্ঠেয় এই প্রতিযোগিতার চূ্ড়ান্ত পর্বে খেলবে বাংলাদেশ৷''

তারপর ব্রুনাই নাম প্রত্যাহার করে নেয়ার ফলে দেখা দেয়া আশঙ্কা এবং এএফসির শেষ মুহূর্তের ব্যবস্থার কথা লিখে এ-ও জানানো হয়েছিল বাংলাদেশ কীভাবে নেপালে সুন্দর খেলার প্রাপ্য স্বীকৃতিটা পেলো৷ বৃহস্পতিবার প্রথম আলো অনলাইন ‘‘এএফসির নির্মম রসিকতা'' শিরোনামে দিয়েছে বাংলাদেশের দুর্ভাগ্যজনকভাবে বাদ পড়ার খবর৷ জাতীয় দল কমিটির প্রধান কাজী নাবিল আহমেদও জানিয়েছেন এএফসির ওয়েবসাইটে হঠাৎ বাংলাদেশের পরিবর্তে লাওসের এএফসি চ্যালেঞ্জ কাপে উঠে যাওয়ার খবর৷ এ বিষয়ে বাফুফে এএফসিকে আনুষ্ঠানিকভাবে প্রতিবাদলিপি পাঠানোর কথা ভাবছে বলেও জানিয়েছেন তিনি৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য