1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাংলাদেশে প্রি-অ্যাক্টিভেটেড সিম বিক্রি বন্ধ হচ্ছে

৩ অক্টোবর ২০১২

বাংলাদেশে প্রি-অ্যাক্টিভেটেড মোবাইল ফোন সিম ব্যবহার করে অপরাধ প্রবণতা দিন দিন বাড়ছে৷ ১২ই অক্টোবর থেকে মোবাইল ফোন অপারেটররা আর প্রি-অ্যাক্টিভেটেড সিম বিক্রি করতে পারবেনা৷

https://p.dw.com/p/16JN0
ছবি: GALI TIBBON/AFP/GettyImages

মোবাইল ফোনের মাধ্যমে চাঁদাবাজি, প্রতারণা, টিজিংসহ নানা ধরনের অপরাধ সংঘটিত হচ্ছে বাংলাদেশে৷ আর এজন্য ব্যবহার করা হচ্ছে প্রচলিত প্রি-অ্যাক্টিভেটেড সিম৷ ফলে আইনশৃঙ্খলা বাহিনী অপরাধীদের সনাক্ত করতে ব্যর্থ হয়৷ কারণ প্রচলিত এই সিম আগেই অ্যাকটিভ থাকায় বিক্রির আগেও ব্যবহার সম্ভব৷ যা ডয়চে ভেলেকে জানান বিটিআরসি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান গিয়াসউদ্দিন আহমেদ৷

তিনি জানান, এখন যে কেউ বাজার থেকে মোবাইল ফোনের সিম কিনে সঙ্গে সঙ্গে ব্যবহার করতে পারেন৷ এই ব্যবস্থা ১২ই অক্টোবর থেকে উঠে যাবে৷ কেউ সিম কেনার পর তার সঠিক পরিচয় নিশ্চিত করার পরই অপারেটররা সিম চালু করতে পারবেন, তার আগে নয়৷ আর পুরাতন গ্রাহকদের নিবন্ধনও সঠিক কিনা তা অপারেটরদের পরীক্ষা করে দেখতে হবে৷

Frauen in Dhaka, Bangladesch, mit Handy
মোবাইল ফোন এখন বাংলাদেশের ঘরে ঘরেই...ছবি: AP

গিয়াসউদ্দিন আহমেদ জানান, আইনশৃঙ্খলা বাহিনী প্রায়ই অবৈধ সিম ধরছে৷ এতে প্রমাণিত হয় নিবন্ধন ছাড়াই অনেকের হাতে মোবাইল ফোনের সিম চলে যাচ্ছে, যা অপরাধমূলক কাজে ব্যবহার করা হয়৷ এর বিরুদ্ধেও কঠোর হচ্ছে বিটিআরসি৷

তিনি বলেন, বাংলাদেশে ৬টি মোবাইল ফোন কোম্পানির এখন গ্রাহক ৯ কোটি ৩০ লাখ৷ গ্রাহকদের সবার পরিচয় নিশ্চিত হতে হবে৷ আর নতুন গ্রাহকদের পরিচয় নিশ্চিত না হয়ে সিম বিক্রি করা যাবেনা৷ তা না হলে মোবাইল ফোনের মাধ্যমে অপরাধ আরো বেড়ে যাবে৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য