1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ক্যান্সার

১৩ অক্টোবর ২০১২

বাংলাদেশে প্রতি বছর ২ লাখ ৫০ হাজার মানুষ ক্যান্সার রোগে আক্রান্ত হন৷ কিন্তু তাদের মধ্য ৩৫ হাজারের বেশি রোগী চিকিৎসকের কাছে যায়না৷ সচেতনতার অভাবে তারা টোটকা চিকিৎসা করায়৷

https://p.dw.com/p/16PIv
ছবি: picture alliance/dpa/lsw

বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেব অনুযায়ী বাংলাদেশে এখন ক্যান্সার রোগীর সংখ্যা ১২ লাখ৷ আর এই আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে৷ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ক্যান্সার বিভাগের প্রধান অধ্যাপক ডা. মো. মোয়ারফ হোসেন ডয়চে ভেলেকে জানান, প্রতি ১,০০০ জনে ১৮১ জন ক্যান্সার আক্রান্ত৷ প্রতিবছর নতুন করে আক্রান্ত হন ২ লাখ ৫০ হাজার মানুষ৷ কিন্তু এদের অধিকাংশই চিকিৎসকের কাছে যান না৷ ফলে প্রতিবছর ২ লাখ মানুষ বাংলাদেশে ক্যান্সারে মারা যান৷

তিনি জানান, মহিলারা সবচেয়ে বেশি ভোগেন জরায়ুর ক্যান্সারে৷ যেখানে উন্নত বিশ্বে ১০০ জন ক্যান্সার আক্রান্ত নারীর মধ্যে ৩ থেকে ৫ জন জরায়ুর ক্যান্সারে ভোগেন, সেখানে বাংলাদেশে এই সংখ্যা ২৫ জন৷ স্বাস্থ্য সচেতনতার অভাবেই এমন হচ্ছে বলে তার অভিমত৷

অধ্যাপক মোয়ারফ জানান, বাংলাদেশে ক্যান্সার চিকিৎসা আন্তর্জাতিক মানের৷ কিন্তু সচেতনতা এবং অর্থের অভাবে অনেকেই সেই চিকিৎসা নিতে পারেন না৷ তবে তিনি ক্যান্সার চিকিৎসার জন্য আরো বিশেষায়িত চিকিৎসাকেন্দ্র প্রতিষ্ঠার তাগিদ দেন৷ তাঁর মতে, শুধু চিকিৎসাকেন্দ্র স্থাপন করলেই হবে সচেতনতামূলক কর্মসূচিও নিতে হবে৷ সচেতন হলে ক্যান্সার রোগীকে প্রাথমিক পর্যায়েই চিকিৎসার আওতায় আনা সম্ভব হবে৷ তখন ক্যান্সারে মৃত্যুর হার কমে যাবে৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য