1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

প্রসঙ্গ: বাংলাদেশে নাচ

আশীষ চক্রবর্ত্তী২৫ অক্টোবর ২০১২

ভাষার অধিকারের ৬০ আর স্বাধীনতার বয়স ৪১ বছর৷ অথচ বাংলাদেশের উদীয়মান নৃত্যতারকা নাজিবা বাসারকে এখনো বলতে হয় – দেশে নৃত্যশিল্পীদের জন্য এখনো পুরোপুরি পেশাদার হওয়ার মতো অনুকুল পরিবেশ নেই৷

https://p.dw.com/p/16Vrp
নাজিবা নাচ শিখছেন সেই ছোট্টটি থেকে৷ নাচে ভালো করতে হলে শুরুটা খুব কম বয়সে হলেই ভালো৷
ছবি: DW

নাজিবা নাচ শিখছেন সেই ছোট্টটি থেকে৷ নাচে ভালো করতে হলে শুরুটা খুব কম বয়সে হলেই ভালো৷ নাজিবার মা মিলি বাসার নিজে সংগীত শিল্পী এবং এক সময় মঞ্চাভিনয়ও করতেন বলে সে কথাটা ভালোই জানতেন৷ মেয়ের আগ্রহের কথা জেনে তাই শিক্ষক ঠিক করে দিতে দেরি করেননি তিনি৷ বাসার পরিবার তখন সৌদি আরবে৷ নাচ শেখার জন্য খুব অনুকূল দেশ যে সেটা নয়, তা হয়ত সবাই মানবেন৷ তবে নাজিবার নাচ শেখার শুরু কিন্তু সেখানেই৷

BM/251012/Interview with Naziba Bashar - MP3-Mono

অবশ্য খুব ভালো করে শেখা শুরু দেশে ফিরে৷ শুক্লা সরকারের কাছে এখনো তিনি শিখছেন ভরতনাট্যম৷ নাচ নিয়ে অনেক স্বপ্ন নাজিবার৷ ডয়চে ভেলের সঙ্গে সাক্ষাৎকারে জানালেন, স্বপ্ন পূরণের উপযুক্ত পরিবেশ পুরোপুরি এখনো না হলেও বাংলাদেশে পরিস্থিতি অনেক বদলেছে৷ কিছু পরিবার নাচের ব্যাপারে এখন বেশ উদার৷ দর্শক বাড়ছে৷ সামাজিক গ্রহণযোগ্যতা বেড়েছে কিছুটা৷ এসবই আশার কথা৷ নাজিবার জন্য এগিয়ে যাওয়ার প্রেরণা৷ আরেকটি বড় প্রেরণা বা ভরসার জায়গা তাঁর বাবা-মা৷ লেখাপড়ার পাশাপাশি নাচেও এগিয়ে যাওয়ায় মা-র পাশাপাশি নাট্যব্যক্তিত্ব বাবাও যে সব সময় প্রেরণা জুগিয়েছেন সাক্ষাৎকারে তা-ও জানিয়েছেন নাজিবা৷

তারপরও বড় একটা আক্ষেপ আছে মনে৷ বাংলাদেশে নাচকে এখনো একক পেশা হিসেবে নেয়ার সময় আসেনি৷ নাজিবা বাসার মনে করেন, পেশা হিসেবে নিতে পারলে তরুণরা আরো বেশি করে আসতো নাচে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য