1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাংলাদেশে কেউ 'সংখ্যালঘু' নন, দিল্লিতে বললেন হাসান

২ নভেম্বর ২০২২

মঙ্গলবার দিল্লিতে সাংবাদিক বৈঠকে একথা বলেছেন বাংলাদেশের তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাসান মাহমুদ। জানিয়েছেন, বাংলাদেশে সকলের সমান অধিকার।

https://p.dw.com/p/4IwfU
দিল্লিতে সাংবাদিক সম্মেলন করে হাসান মাহমুদ বললেন, বাংলাদেশে কেউ সংখ্যালঘু নয়।
হাসান মাহমুদ বললেন, বাংলাদেশে কেউ সংখ্যালঘু নয়। সকলের সমান অধিকার আছে। ছবি: bdnews24.com

কলকাতায় বাংলাদেশের চলচ্চিত্র উৎসবে যোগ দেয়ার পর দিল্লি এসেছেন হাসান মাহমুদ। প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলনে মাহমুদ এক প্রশ্নের জবাবে জানিয়েছেন, ''প্রধানমন্ত্রী বলেছেন, বাংলাদেশে কেউ সংখ্যালঘু নয়। প্রত্যেক নাগরিকের সমান অধিকার আছে। তার দাবি, ক্ষমতাসীন দল সজাগ ও সতর্ক। তাই এবছর দুর্গাপুজো নিরাপদে ও নির্বিঘ্নে কেটেছে। আগের বছরের তুলনায় সাতশটি পুজো বেশি হয়েছে।''

ভারতে বিতর্কিত সিএএ সম্পর্কে মন্ত্রীর বক্তব্য, এটা ভারতের অভ্যন্তরীণ বিষয়।

হাসান মাহমুদের বক্তব্য, আঞ্চলিক স্থিতিশীলতার জন্যই বাংলাদেশে রাজনৈতিক স্থিতিশীলতা থাকা জরুরি। আর এখানেই ভারতের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার মতে, ''স্থিতিশীলতা না থাকলে কোনো দেশের উন্নতি হতে পারে না। বাংলাদেশে গত দশ বছরে যে উন্নতি হয়েছে তা স্থিতিশীল সরকার আছে বলেই। এই উন্নয়নে ভারতেরও ভূমিকা আছে।'' তিনি বলেছেন, আগামী বছর দিল্লিতে জি২০ শীর্ষ সম্মেলন হবে। সেখানে বাংলাদেশকেও আমন্ত্রণ জানানো হয়েছে।

তিস্তা চুক্তি নিয়ে নতুন কিছু শোনাতে পারেননি হাসান মাহমুদ। তিনি বলেছেন, ''আমরা যেখানেই যাই, তিস্তা চুক্তি নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয়। এর থেকেই এর গুরুত্ব কতটা, তা বোঝা যাচ্ছে। কিন্তু ভারতে যুক্তরাষ্ট্রীয় কাঠামো আছে। তারপরেও বলব, এই বিষয়ে অগ্রগতি হচ্ছে। আশা করছি, জট কাটবে, চুক্তি সম্ভব হবে।''

মন্ত্রী জানিয়েছেন, ''ভারত ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক আরো বিস্তৃত হচ্ছে। তাতে দিল্লি ও ঢাকা দুই পক্ষেরই লাভ। ভারত সক্রিয়ভাবে সহযোগিতা করছে। দুই দেশই জলবায়ু পরিবর্তনের বলি হচ্ছে। তা সত্ত্বেও উন্নতি করে চলেছে দুই দেশ।''

জিএইচ/এসজি (তথ্য ও সম্প্রচারমন্ত্রীর সাংবাদিক সম্মেলন)