সাংবাদিকদের ধর্মঘট
২৭ ফেব্রুয়ারি ২০১২দুপুর ১২ টা থেকে ১টা পর্যন্ত বাংলাদেশের টেলিভিশন, রেডিও, সংবাদপত্র, বিদেশি সংবাদ মাধ্যম ও অনলাইনসহ সব ধরণের সংবাদ মাধ্যমের সাংবাদিক এবং কর্মীরা এক এক ঘন্টার প্রতীকী ধর্মঘট পালন করেন৷ বুকে কালো ব্যাজ বেঁধে তারা ওই সময় যে সেখানে ছিলেন সেখানেই কাজ বন্ধ করে দেন৷ সংবাদ মাধ্যমের বার্তা কক্ষ, সচিবালয়, স্টক এক্সচেঞ্জ, রাজনৈতিক দলের ব্রিফিংসহ যে যেখানে ছিলেন সেখানেই কাজ বন্ধ রাখেন৷ সাংবাদিক ও ফটো সাংবাদিকরা জাতীয় প্রেসক্লাবের সামনের রাস্তায় ক্যামেরা আর কলম রেখে প্রতিবাদ জানান৷ তাদের একটিই দাবি, সাগর-রুনি সাংবাদিক দম্পতির হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার করতে হবে৷
সাংবাদিকরা অভিযোগ করেন, তদন্তের নামে পুলিশ সময় ক্ষেপণ করছে৷ প্রকৃত অপরাধীরা এতে পার পেয়ে যেতে পারে৷ সাংবাদিকরা জানান, শুধু সাগর-রুনি নয়, বাংলাদেশে কোন সাংবাদিক হত্যা বা নির্যাতনের বিচার হয়নি৷ এই অবস্থা আর চলতে দেয়া যায়না৷
এনটিভির প্রধান বার্তা সম্পাদক খায়রুল আনোয়ার মুকুল এবং ইটিভির বার্তা সম্পাদক মজুমদার জুয়েল ডয়চে ভেলেকে জানান, এই পরিস্থিতিতে এখন দেশের সব সাংবাদিকই নিরপত্তাহীনতায় ভুগছেন৷
একই কথা কথা বলেন মাছরাঙা টিভি'র বার্তা প্রধান এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি শাহ আলমগীর৷
প্রেস ক্লাবের সামনে সাংবাদিক মহলের নেতারা বলেন, ২দিনের মধ্যে সাগর-রুনির হত্যাকারীদের গ্রেফতার করা না হলে ১লা মার্চ অনশন কর্মসূচি পালন করা হবে৷
গত ১১ই ফেব্রুয়ারি ভোররাতে সাগর-রুনি সাংবাদিক দম্পতিকে ঢাকায় তাদের পশ্চিম রাজাবাজারের বাসায় হত্যা করা হয়৷ গত ১৬ দিনেও পুলিশ এই নির্মম হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত কাউকে গ্রেফতার করতে পারেনি৷
প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা
সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক