1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাংলাদেশের প্রতি জেলায় থাকবে নিজস্ব কমিউনিটি রেডিও

১ মার্চ ২০১১

বাংলাদেশের প্রতিটি জেলায় আগামী দুই বছরের মধ্যে একটি করে কমিউনিটি রেডিও প্রতিষ্ঠিত হবে৷ সেখানে সম্প্রচারিত হবে আবহাওয়া, কৃষি আর সংস্কৃতিসহ নানা বিষয়৷

https://p.dw.com/p/10Qxv
ফাইল ফটোছবি: DW

বাংলাদেশে অল্প কয়েক বছর ধরেই কমিউনিটি রেডিও কথাটি শোনা যাচ্ছে৷ তবে আশার কথা হলো এখন সেই রেডিওতে কথা সম্প্রচার শুরু হবে৷ এ জন্য অপেক্ষা করতে হবে আর অল্প কিছু দিন৷

পৃথিবীতে সমাজভিত্তিক রেডিও বা কমিউনিটি রেডিও'র যাত্রা শুরু হয় ১৯৪৮ সালে বলিভিয়া এবং কলাম্বিয়ায়৷ বলিভিয়ার রেডিওটির নাম ছিল ‘মাইনার্স রেডিও' আর কলম্বিয়ায় ‘রেডিও সুতাতেনজা'৷ বলা হয়, এ ছিল তথ্য যোগাযোগের বিপ্লব৷ মাইনার্স রেডিও প্রতিষ্ঠিত হয় বলিভিয়ার খনি শ্রমিকদের বিনোদন ও তাঁদের সংগঠিত করার জন্য৷ আস্তে আস্তে দারুণ জনপ্রিয় ওঠে এই রেডিও৷ বিশেষ করে সচেতনা সৃষ্টিতে এর কোন বিকল্প নেই৷ আর তাই, বিশ্বের প্রায় ১২০টি দেশে এখন কমিউনিটি রেডিও সম্প্রচারিত হচ্ছে৷ নানা অনুষ্ঠানমালা প্রচারের পাশাপাশি ঝড়-জলোচ্ছ্বাস বা অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের ক্ষতি মোকাবিলায় এ রেডিও'র ভূমিকা অসামান্য৷

এ নিয়েই কথা বলছিলাম বাংলাদেশের এনজিও'স নেটওয়ার্ক ফর রেডিও কমিউনিকেশন্স-এর প্রধান নির্বাহী কর্মকর্তা এএইচএম বজলুর রহমানের সঙ্গে৷ তিনি জানালেন, খুব শিগগিরই মোট ৩৫টি কমিউনিটি রেডিও চালু হবে বাংলাদেশে৷ এগুলোর মধ্যে বেশ কয়েকটির তরঙ্গ বরাদ্দের কাজ চূড়ান্ত পর্যায়ে৷ সম্প্রতি অন্য ২০টির নিরাপত্তা ছাড়পত্র দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়৷ তিনি বলেন, সরকারের নীতি নির্ধারকরা চান ২০১৩ সালের মধ্যে যেন প্রতিটি জেলায় একটি করে কমিউনিটি রেডিও থাকে৷ এবং ২০২১ সালের মধ্যে প্রতিটি উপজেলায় একটি করে কমিউনিটি রেডিও স্থাপন করতে চান তাঁরা৷ তাই সেই লক্ষ্য নিয়েই এগিয়ে যাচ্ছে সরকার৷ বজলুর রহমান জানান, কমিউনিটি রেডিও কার্যক্রমকে এগিয়ে নিতে সরকার সকল ধরণের সহায়তারই প্রতিশ্রুতি দিয়েছে৷

প্রতিবেদন: সাগর সরওয়ার

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য