কমিউনিটি রেডিও নিয়ে সচেতনতা বাড়ছে
২৭ ফেব্রুয়ারি ২০১১বাংলাদেশেও কমিউনিটি রেডিও নিয়ে বেশ কয়েক বছর ধরে আলোচনা চলছে৷ অবশেষে গত বছর এপ্রিলে ১৪টি প্রতিষ্ঠানকে এই রেডিও চালুর অনুমোদন দেয় সরকার৷ তবে এখনো কোনো রেডিও চালু হয় নি৷ তবে শোনা যাচ্ছে এ বছর এপ্রিলে বেশ কয়েকটি রেডিও অন-এয়ার' এ আসতে পারে৷
তবে এই রেডিও নিয়ে মানুষের মধ্যে সচেতনতা তৈরির কাজ চলছে৷ যেমন গত দু'দিন ধরে রাজশাহীতে হয়ে গেল একটি কর্মশালা৷ সেখানে শ্রোতা ছাড়াও অংশ নিয়েছেন বিভিন্ন উপজেলার ‘স্থানীয় মনিটরিং কমিটি'র সদস্যরা৷ এই কমিটিতে রয়েছেন উপজেলা চেয়ারম্যান সহ উপজেলা পর্যায়ের সরকারি কর্মকর্তারা৷
জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট এই কর্মশালার আয়োজন করে৷ যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংসদ এবং তথ্য, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মো: শাহরিয়ার আলম৷ এছাড়া বিশেষ অতিথি হিসেবে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ বেতারের মহাপরিচালক একেএম শামীম চৌধুরী ও বাংলাদেশ এনজিও'স নেটওয়ার্ক ফর রেডিও এন্ড কমিউনিকেশন (বিএনএনআরসি) এর প্রধান এএইচএম বজলুর রহমান৷
অনুষ্ঠানে বাংলাদেশ বেতারের মহাপরিচালক কমিউনিটি রেডিও'র ইতিহাস ও এর রাজনৈতিক গুরুত্ব তুলে ধরেন৷ এছাড়া স্বাধীনতা যুদ্ধে ‘স্বাধীন বাংলা বেতার' এর ভূমিকা নিয়েও তিনি বক্তব্য রাখেন৷
বিএনএনআরসি প্রধান বজলুর রহমান ২০০০ সাল থেকে কমিউনিটি রেডিও নিয়ে তাঁর সংস্থা যে কার্যক্রম চালিয়ে আসছে তাতে সহায়তা করার জন্য তিনি সরকারকে ধন্যবাদ জানান৷
প্রতিবেদন: জাহিদুল হক
সম্পাদনা: রিয়াজুল ইসলাম