‘বিচার হতেই হবে’
১৪ মে ২০১৫সিলেটে দিনের আলোয় কুপিয়ে হত্যা করা হয় অনন্ত বিজয় দাসকে৷ অনন্ত ব্যাংকে চাকরি করতেন, পাশাপাশি মুক্তমনা ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ব্লগে লিখতেন৷ লেখার জন্য পুরস্কৃতও হয়েছেন ৩২ বছর বয়সি অনন্ত৷ অল্প কিছুদিনের ব্যবধানে অভিজিৎ রায় এবং ওয়াশিকুর রহনের পর আরেক ব্লগারের হত্যার ঘটনায় আন্তর্জাতিক সম্প্রদায়ও শঙ্কিত এবং প্রতিবাদমুখর৷
অনন্ত বিজয় দাস হত্যার প্রতিবাদে বৃহস্পতিবার বৃটেন প্রবাসী বাঙালিরা বাংলাদেশ দূতাবাসের সামনে বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছেন৷
যুক্তরাষ্ট্র সরকার এ হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছে কড়া ভাষায়৷
মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে, অনন্ত বিজয় দাসের বর্বরোচিত হত্যাকাণ্ডের বিচার হতেই হবে৷
কিন্তু বাংলাদেশে এ পর্যন্ত একজন ব্লগার হত্যারও বিচার হয়নি৷ কোনো হত্যার বিচার প্রক্রিয়ায় অগ্রগতি নেই৷ ব্লগাররা তাই শঙ্কিত৷ আরাফাতুল ইসলাম লিখেছেন, বাংলাদেশ আর ব্লগারদের জন্য নিরাপদ নয়৷
এদিকে বাংলাদেশের একটি ইংরেজি দৈনিক লিখেছিল, মৃত্যুর আগে অনন্ত বিজয় দাস সুইডেনে চলে যেতে চেয়েছিলেন৷ এর প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশের সুইডিশ দূতাবাস৷ সে খবরও ছেপেছে পত্রিকাটি৷
সংকলন: আশীষ চক্রবর্ত্তী
সম্পাদনা: দেবারতি গুহ