1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শীতের ‘উষ্ণ’ ইউরোপ

২৩ ডিসেম্বর ২০১৫

শীতকালে বরফ পড়বে, সেই বরফের উপর স্কিয়িং-এর আকর্ষণে পর্যটকরা আসবেন, স্থানীয় ব্যবসায়ীদের মুনাফা হবে – সুইজারল্যান্ড ও অস্ট্রিয়ার মতো দেশের অর্থনীতি এই নিয়মের উপর নির্ভরশীল৷ কিন্তু এবার সব ওলটপালট হয়ে গেছে৷

https://p.dw.com/p/1HS8q
ছবি: DW/G. Fischer

Festive traditions

এককালে বলিউড ছবির অন্যতম আকর্ষণ ছিল সুইজারল্যান্ডের বরফে ঢাকা পাহাড়ে নায়ক-নায়িকার গানের দৃশ্য৷ ছবি দেখে অনেকে সেই বরফের আকর্ষণে পর্যটক হিসেবে সুইজারল্যান্ড পাড়ি দিয়েছেন৷ এ বছর শীতে সেখানে গেলে তাঁরা কিছুই চিনতে পারবেন না৷



বরফের কোনো চিহ্ন নেই৷ কারণ তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় কয়েক গুণ বেশি৷ ২০১৫ সালের বড়দিন তাই ইউরোপের জন্য একেবারে নতুন অভিজ্ঞতা৷


তবে বেশ কয়েকটি স্কি রিসর্ট মরিয়া হয়ে কৃত্রিম উপায়ে বরফ তৈরি করে ঘাটতি পূরণ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে৷


এবারের শীতকালে ইউরোপের ‘উষ্ণ’ আবহাওয়া নিয়ে কম চর্চা হচ্ছে না৷


শুধু পর্যটন নয়, আরও কিছু ক্ষেত্র এমন অঘটনের জন্য প্রস্তুত ছিল না৷ শীতে ঘরবাড়ি গরম রাখতে যে জ্বালানির প্রয়োজন হয়, উচ্চ তাপমাত্রার ফলে তার চাহিদাও অনেক কম৷


জলবায়ু পরিবর্তনের এমন সরাসরি প্রভাবের ফলে অনেক কৃষকেরও মাথায় হাত৷ আবহাওয়া অনুযায়ী চাষবাসের যে প্রক্রিয়া এতকাল তলে এসেছে, তাতে বার বার ছন্দপতন ঘটায় কৃষকরা অসহায় বোধ করছেন৷

অথচ গত বছর দেরিতে হলেও জার্মানিতে স্বাভাবিক শীত এসেছিল৷



সংকলন: সঞ্জীব বর্মন
সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য