1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

খুলে দেয়া হলো ৫৮টি নিউজ পোর্টাল

১০ ডিসেম্বর ২০১৮

বন্ধ করার ২৪ ঘন্টা পর ৫৮টি নিউজ পোর্টাল আবার খুলে দেয়া হয়েছে৷ খুলে দেয়া হলেও কেন বন্ধ করা হয়েছিল তার সুনির্দিষ্ট কোনো কারণ সংশ্লিষ্টরা বলতে পারছেন না৷

https://p.dw.com/p/39nuO
Symbolbild Datenschutz
ছবি: Schlierner - Fotolia.com

বিটিআরসি ওই ৫৮টি পোর্টাল বন্ধের লিখিত নির্দেশ দেয় রবিবার বিকেলে৷ এরপর থেকেই তারা বন্ধের কাজ শুরু করেন৷ ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর সংগঠন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি)-র সাধারণ সম্পাদক ইমদাদুল হক সোমবার বিকেলে ডয়চে ভেলেকে বলেন, ‘‘আমরা বিটিআরসির লিখিত নির্দেশ পাওয়ার পরই পোর্টালগুলো বন্ধের কাজ শুরু করেছি৷ আজকের (সোমবার) মধ্যে সবগুলো বন্ধের কাজ শেষ হবে৷’’ তিনি আরো বলেন, ‘‘বন্ধ করার নির্দেশে বিটিআরসি কোনো কারণ উল্লেখ করেনি৷ তারা সাধারণত এটা করেও না৷ আমরা যতদূর জানি, বিটিআরসিকে আইন-শৃঙ্খলা বাহিনী তালিকা দেয়, সেই তালিকা ধরেই তারা বন্ধের নির্দেষ দেয়৷’’ তবে তিনি সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে জানান, ‘‘বিটিআরসি’র আরেকটি নির্দেশ পেয়ে আমরা নিউজ পোর্টালগুলো এখন খুলে দিয়েছি৷’’ বন্ধের পর আবার কী কারণে খুলে দেয়া হলো জানতে চাইলে তিনি বলেন, ‘‘কোনো কারণ আমাদের জানা নেই৷ আগে বন্ধ করতে বলেছিল, বন্ধ করেছি, এখন খুলে দিতে বলেছে, খুলে দিয়েছি৷’’

‘বিটিআরসির লিখিত নির্দেশ পাওয়ার পরই পোর্টালগুলো বন্ধের কাজ শুরু করেছি’

যে পোর্টালগুলো বন্ধের নির্দেশ দেয়া হয় তার মধ্যে একটি হলো পরিবর্তনডটকম৷ বন্ধ করে দেয়ার পর নিউজ পোর্টালটির ব্যবস্থাপনা সম্পাদক আবু সুফিয়ান ডয়চে ভেলেকে বলেন, ‘‘আমাদের পোর্টালটি বন্ধ করার আগে সরকারের পক্ষ থেকে আমাদের কোনো নোটিশ বা কোনো তথ্য দেয়া হয়নি৷ আমরা বিটিআরসিতে গিয়েছিলাম৷ তারাও বন্ধের কারণ সম্পর্কে কোনো সদুত্তর দিতে পারেননি৷ তারা বলেছেন, উপরের নির্দেশে বন্ধ করা হয়েছে৷''

তখন তিনি আরেক প্রশ্নের জবাবে বলেন, ‘‘আমরা মূল ধারার সংবাদ মাধ্যম৷ আমরা সাংবাদিকতার সব নীতি মেনেই খবর পরিবেশন করি৷ তারপরও কোনো সমস্যা থাকলে সরকার আমাদের সঙ্গে কথা বলতে পারত৷ সেটা না করে এভাবে নিউজ পোর্টাল বন্ধ করা বাকস্বাধীনতা এবং মুক্ত গণমাধ্যমের অন্তরায়৷ আর শুধু আমরা নই, আরো যেসব পোর্টাল বন্ধ হয়েছে, সেখানে অনেক সংবাদকর্মী কাজ করেন৷ তাঁরা সবাই বেকার৷''

বন্ধের তালিকার আরেকটি নিউজ পোর্টাল ঢাকা টাইমসটোয়েন্টিফোর ডট কমের প্রধান সম্পাদক আরিফুর রহমান বলেন, ‘‘আমাদেরও আগে কিছু জানানো হয়নি৷ এরপর আমরা সংশ্লিষ্ট মহলে যোগাযোগ করেছি৷ আমার মনে হয় কোথায় ভুল হয়েছে৷ আমরা তো পেশাদার সাংবাদিকতা করি৷ আশা করছি আমাদের পোর্টাল খুলে দেয়া হবে৷''

প্রিয়ডটকমের সম্পাদক জাকারিয়া স্বপনও তখন হতাশা নিয়েই বলেছিলেন, ‘‘আমি গত রাত (রবিবার) থেকে আমার পোর্টাল বন্ধ পাচ্ছি৷ কেন বন্ধ করা হয়েছে, কী কারণে বন্ধ করা হয়েছে তার কিছুই জানি না৷ কী হচ্ছে কিছুই বুঝতে পারছি না৷ এখনো কারো সঙ্গে যোগাযোগও করিনি৷ দেখি কী হয়৷''

‘এভাবে নিউজ পোর্টাল বন্ধ করা বাকস্বাধীনতা এবং মুক্ত গণমাধ্যমের অন্তরায়’

যে পোর্টালগুলো বন্ধ হয়েছিল:

বিডিপলিটিকো ডট কম, পেজনিউজ২৪ ডট কম, রিপোর্টবিডি২৪ ডট কম, রেয়ারনিউজ২৪ ডট কম, বিএনপিনিউজ২৪ ডট কম, প্রথমবাংলাদেশ ডটনেট, ডেইলিআমারদেশ ডট এক্সওয়াইজেড, ডিএনএন ডটনিউজ, রাজনীতি২৪ ডট কম, আরবিএন২৪ ডট কো ডট ইউকে, সংবাদ২৪৭ ডট কম, দেশভাবনা ডট কম, আমারদেশ২৪৭ ডটকম, অ্যানালাইসিসবিডি ডটকম, আওয়াজবিডি ডটকম, বদরুল ডট ওআরজি, বিএনপিঅনলাইউইং ডটকম, বিএনপিবাংলাদেশ ডটকম, ইএন- বিএনপিবাংলাদেশ ডটকম, বাংলামেইল৭১ ডট ইনফো, এটিভি২৪বিডি ডটকম, বাংলাস্ট্যাটাস ডটকম, বিবাড়িয়ানিউজ২৪ ডটকম, শীর্ষনিউজ২৪ ডটকম, শিবির ডট ওআরজি ডট বিডি, নিউজ২১-বিডি ডটকম, ওয়াননিউজবিডি ডট নেট, নিউজবিডি৭১ ডটকম, পরিবর্তন ডটকম, জাস্টনিউজবিডি ডটকম, এক্সপ্রেসনিউজবিডি ডটকম, ডেইলিবিডিটাইমস ডটকম, ময়মনসিংহনিউজ২৪ ডটকম, মূলধারাবিডি ডটকম, প্রিয় ডটকম, সিএনএনবিডি২৪ ডটকম, ডেইলিমিরর২৪ ডটকম, দেশনেত্রীসাইবারফোরাম ডটকম, আলাপন ডট লাইভ, ঢাকাটাইমস২৪ ডটকম, রাইজিংবিডি ডটকম, দিগন্ত ডট নেট, মোরালনিউজ২৪ ডটকম, পত্রিকা ডটকম, দাওয়াহিলাল্লাহ ডটকম, আলেহসার২ ডট ওয়ার্ডপ্রেস ডটকম, আলজামাহওয়ান ডট ওয়ার্ডপ্রেস ডটকম, বাংলাদারাসুল কুরআন ডট ওয়ার্ডপ্রেস ডটকম, গাজওয়াহ ডট নেট, জঙ্গিমিডিয়া ওয়ার্ডপ্রেস ডটকম,  মাক্তাবাতুলইসলামিয়াবিডি ওয়ার্ডপ্রেস ডটকম, মাইকুরআনস্টাডিওয়ানআইয়াহাডে ডটকম, সুহাদারকাফেলা ওয়ার্ডপ্রেস ডটকম, ডিফেন্সআপডেটবাংলাদেশ ডট ওয়ার্ডপ্রেস ডটকম, ডিইএফবিডি ডটকম এবং বাংলাদেশডিফেন্স ডট ব্লগপোস্ট ডটকম৷

নিউজ পোর্টালগুলো আবার খুলে দেয়ার আগে বিটিআরসির সিনিয়র সহকারি পরিচালক (মিডিয়া) জাকির হোসেন খান ডয়চে ভেলেকে জানিয়েছিলেন, ‘‘নিরাপত্তাজনিত কারণে উর্ধতন আইন-শৃঙ্খলা বাহিনী কর্তৃপক্ষের নির্দেশে কারিগরি প্রক্রিয়া সম্পন্ন করেছি৷ বিটিআরসি'র পক্ষ থেকে আইআইজিগুলোকে নির্দেশনা দিয়েছি৷''

‘এরকম পেশাদার নিউজ পোর্টাল যদি বন্ধ হয়, তা মুক্ত গণমাধ্যমের অন্তরায়'

তবে কয়েকটি নিউজ পোর্টাল সোমবার বিকেলের দিকে অনলাইনে পাওয়া যাচ্ছিল৷ তার মধ্যে ঢাকাটাইমস টোয়েন্টিফোর ডটকম একটি৷ পোর্টালগুলো বন্ধের প্রক্রিয়া চলার সময় আইএসপিএবি'র সাধারণ সম্পাদক ইমদাদুল হক বলেছিলেন, ‘‘বন্ধের কাজ পুরো শেষ করতে আমাদের সোমবার রাত পর্যন্ত লেগে যাবে৷ কারণ, আইআইজি অনেকগুলো৷ প্রতিটি গেট আলাদাভাবে বন্ধ করতে হয়৷'' বাংলাদেদেশে মোট আইআইজি ২৯টি বলে সূত্র জানায়৷

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিনের সাধারণ সম্পাদক শাবান মাহমুদ সেই অবস্থায় ডয়চে ভেলেকে বলেন, ‘‘কোনো কারণ এবং কারণ দর্শানো নোটিশ ছাড়া যদি কোনো নিউজ পোর্টাল বন্ধ করা হয়ে থাকে,তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়৷যাঁরা সাংবাদিকতার নিয়ম মেনে খবর পরিবেশন করে, এরকম পেশাদার নিউজ পোর্টাল যদি বন্ধ হয়ে থাকে, তবে তা মুক্ত গণমাধ্যমের অন্তরায়৷''

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য