1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ফের রেকর্ড, সালমানের তুঙ্গে বৃহস্পতি, নেপচুন, প্লুটো!

২৭ সেপ্টেম্বর ২০১১

সালমান খান কী করে চলেছেন? বাজারে হৈচৈ! ‘বডিগার্ড' দাবিয়ে দিল ‘দাবাং'-কে৷ ফলে সালমান একটাই বছরের মধ্যে তিন তিনবার নিজেকে ছাপিয়ে গেলেন৷

https://p.dw.com/p/12h4B
সাল্লু বেশ খুশিছবি: AP

ভাবা যায়না৷ এর আগে কখনোই অমনটা হয়নি৷ সালমান খানের এখন তুঙ্গে বৃহস্পতিই শুধু নয়, সঙ্গে বোধহয় ইউরেনাস, নেপচুন, প্লুটো, সবগুলো গ্রহই একে একে এসে জুটেছে৷ তা নাহলে এমন হতেই পারত না!

প্রশ্ন হল, হয়েছেটা কী? হয়েছে অনেক কিছু৷ সেই ‘ওয়ান্টেড' ছবিটা দিয়ে শুরু হয়েছিল৷ সে ছবিতে সালমানের জন্যই বাজারে সুপারহিটের তকমা পড়েছিল৷ তারপর একের পর এক ছবি৷ আর সবকটাই সুপার ডুপার হিট৷ ‘দাবাং'-এর কথাই ধরা যাক৷  সাতের দশকের সেই ফর্মুলা ফর্টি ফোর-এর প্রাচীন মারধরের কায়দাওয়ালা, দেহাতি হিন্দুস্তানের চেনা পরিবেশের ছবি সেটা৷ বাজারে আসার আগে জনগণের সন্দেহ ছিল, এ ছবির গতি কী হবে তা নিয়ে৷ দেখা গেল, ছবিটাকে ম্যাঙ্গো পিপল, মানে আমজনতা একেবারে চেটেপুটে খেল৷ কারণ, সে ছবিতে না ছিল কোন কর্পোরেট লুক, না কোন ফ্যাশনেবল জামাকাপড়, এমনকি একটাও ইংরেজি বাক্য ঠিকঠাক উচ্চারণে বলা হয়নি৷ অথচ, সে ছবিই দেখতে থিয়েটারে দুড়দাড় ভিড়, গানগুলো হৈচৈ হিট৷ বক্স অফিসে রেকর্ড৷

Flash-Galerie Salman Khan
সাফল্যের জোয়ারে ভাসছেন সল্লুছবি: AP

সে রেকর্ড সাল্লুভাইয়ের সৌজন্যেই৷ তারপর এল ‘বডিগার্ড'৷ এমন কপাল, সেই ‘বডিগার্ড'-ও দেখা যাচ্ছে চড়চড়িয়ে হিট হতে হতে একেবারে ‘দাবাং'-কেও দাবিয়ে দিল৷ ‘দাবাং'-এর রেকর্ড ছিল ১৪০ কোটি টাকার ব্যবসা৷ আজকের খবর, বিশ্বজুড়ে ‘বডিগার্ড' সেই রেকর্ড ছাপিয়ে আরও ওপরে উঠছে৷ বলিউডের সেরা বিক্রি! প্রোডিউসারদের মুখে চওড়া হাসি৷ সাল্লুভাই জিন্দাবাদ ধ্বনি চারদিকে৷ সালমান খানের অভিনয় কেরিয়ারে এমন সুদিন এর আগে আর আসেনি৷

এখন ‘দাবাং টু', ‘এক থা টাইগার' আর থ্রি ডি-তে ‘শের খান', এইসব ছবি নিয়েই সালমান ব্যস্ত৷ সেগুলোও হয়তো এমন করেই চড়চড়িয়ে উঠে যাবে৷ মাঝ চল্লিশের সালমান ধামাকা শাহরুখের সিংহাসন উল্টে দিল বলে! কিং খানের দলবল কী বলছেন? সেটা অবশ্যি শোনা যায়নি!

প্রতিবেদন: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়

সম্পাদনা: দেবারতি গুহ

 

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য