1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সালমানের শ্রিয়া আর মাচো জনের ডেটিং টিপস

৭ আগস্ট ২০১১

ঘোরাফেরা করা যাক একপ্রস্থ বলিউডের উঠোনে৷ সেখানে নানা কান্ড৷ সালমানের নতুন বান্ধবীকে নিয়ে শোরগোল, ফিসফাস৷ আর জন আব্রাহামের ডেটিং টিপস৷ পুরুষদের সোজা রাস্তা বাতলে দিয়েছেন মাচো জন৷

https://p.dw.com/p/12CVK
সালমানের নতুন বান্ধবীকে নিয়ে শোরগোল শুরু হয়ে গেছেছবি: AP

সালমান আর শ্রিয়া

সে কন্যেটির নাম শ্রিয়া সারান৷ দক্ষিণের এই সুন্দরী তরুণীটির সঙ্গে বলিউডের মোস্ট এলিজিবল ব্যাচেলর, মধ্য চল্লিশের সালমান খানের দেখা হয়েছে এই তো ক'দিন আগে৷ সালমানের ভগিনী, মানে বলিউডি ভাষায় ‘বেহনা' অর্পিতা খানের জন্মদিনের পার্টিতে৷ পার্টি যখন তারকা সম্ভারে হৈচৈ করে চলছে, তখন দেখা যায়, সালমান আর শ্রিয়া কিন্তু এক কোণায় দু'জনে দু'জনের সঙ্গে মশগুল৷ এরপরে যথারীতি আলোচনা তার ডালপালা মেলেছে৷ ফিসফিস, গুঞ্জন তো আছেই৷ কিন্তু সালমান মুখ খোলার আগেই স্মার্ট শ্রিয়ার সাফ জবাব, আমরা দু'জনেই সিঙ্গল৷ আর আপাতত আমি সিঙ্গল থাকাটাই পছন্দ করছি৷ এ নিয়ে আলোচনা করবেন না, প্লিজ৷

Film Yuvvraaj Foto: Vertrieb Eros International die indische Schauspielerin Katrina Kaif
সালমানের এক সময়ের প্রেমিকা ক্যাটরিনাছবি: Eros International

সালমান খান বলিউডের সবচেয়ে আলোচিত পুরুষ৷ সেই আলোচনায় সবেমাত্র পা রেখেই শ্রিয়ার এই না আলোচনার দাবি বা অনুরোধ কতদিন টেঁকে সেটা অবশ্যি খেয়াল রাখতে হবে৷

মাচো জন এর টিপস.. পুরুষদের জন্য

এদিকে, আরেক বলিউড হিরো জন আব্রাহাম আবার অন্যরকম টিপস দিতে শুরু করেছেন৷ ৩৮ বসন্তের মাচো হিরো জন আব্রাহামের সঙ্গে এত বছরের বাঙালিনী প্রেমিকা বিপস বা বিপাশা বসুর সম্পর্ক শেষ হয়ে গেছে৷ জন এখন যাকে বলে মুক্ত৷ কিন্তু এই সময়টাই সেরা, যখন প্রেম সম্পর্কে বা কী করে নারীর হৃদয় জিতে নেওয়া যায় সে সম্পর্কে জন আব্রাহাম টিপস দিচ্ছেন শান্তভাবে৷ কোথায় শোনা যাচ্ছে সেই টিপস? কেন? ‘ইন্ডিয়াজ সেক্সিয়েস্ট ব্যাচেলর' টেলিভিশন শোতে৷ সিবিএস -এর এই মেগা ধামাকা অনুষ্ঠানে জন আব্রাহাম খোলাখুলি জানিয়ে দিয়েছেন, ডেটিং টিপস৷

Indien Bollywood John Abraham
নারীর হৃদয় জেতার টিপস দিয়েছেন জন আব্রাহামছবি: AP

কী সেই টিপস? জনের মতে, দারুণ স্বাস্থ্য আর ব্যাংকে মোটা টাকার ব্যালেন্স থাকলেই হবে না৷ আরও কিছু চাই৷ কী সেই আরও কিছু? জবাব, চাই মস্ত বড়ো একটা হৃদয়৷ এমনই বড় তার মাপ যে রোজ একটা করে সমাজসেবামূলক কাজ যেন করতে পারে সেই পুরুষ৷ দান খয়রাত, মানুষের ভালো করা, জলে ঝাঁপিয়ে কাউকে টেনে তোলা, এসব গোছের৷ তাহলেই নাকি মেয়েরা হৃদয় দেবে সেই পুরুষকে!

অন্য পুরুষদের তো পরামর্শ দেওয়া হল, জন আব্রাহাম স্বয়ং নিজের তৈরি করা এই টিপস মানছেন তো?

প্রতিবেদন: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়

সম্পাদনা: জাহিদুল হক