ফের অনশনে বসছেন আন্না, সবার চোখ সেদিকে
২৬ ডিসেম্বর ২০১১মুম্বই'এর এমএমআরডিএ ময়দানে আগামীকাল সকাল থেকে তিনদিনের জন্য ফের অনশনে বসছেন গান্ধীবাদি আন্না হাজারে দুর্নীতি বিরোধী কড়া লোকপাল বিল পাশ করানোর দাবিতে৷ আন্না তাঁর রালেগাও সিদ্ধি গ্রাম থেকে আজ সড়ক পথে রওনা দিয়ে রাতে পৌছোবেন মুম্বই৷ অনশন ময়দানে তাই এখন সাজো সাজো রব৷ প্রস্তুতি চলেছে জোর কদমে৷ অনশনস্থলে তাঁকে পাহারা দিয়ে নিয়ে যাবে মোটরবাইক-স্বেচ্ছা বাহিনী৷
অনশনস্থলে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা৷ সাদা পোষাকের পুলিশ ছাড়াও মোতায়েন করা হয়েছে আড়াই হাজার পুলিশ৷ এদের সঙ্গে থাকছে হাজার হাজার স্বেচ্ছা সেবক৷ রয়েছে কুইক রেসপন্স টিম,বম্ব ডিসপোজাল স্কোয়াড৷ থাকছে মেটাল ডিটেক্টর, দমকল, অ্যাম্বুলেন্স, ডাক্তার৷ থাকছে ১৬টি জরুরি নির্গমন পথ৷ থাকছে মিডিয়া সেন্টার, জনসংযোগ কর্মকর্তা৷
ইন্ডিয়া এগেনস্ট করাপশন সংগঠনের তরফে বলা হয়, একইসঙ্গে দিল্লির রামলীলা ময়দানেও শুরু হবে ধর্ণা৷ সরকারের তরফে অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায় বলেন, সরকার সংশোধিত বিল সংসদে এনেছেন৷ রাজনৈতিক দলগুলি তাদের বক্তব্য রাখছেন৷ শেষপর্যন্ত কী হয়, সেটা না দেখা পর্যন্ত তাঁর ধৈর্য রাখা উচিত৷ বামদলের সীতারাম ইয়েচুরি মনে করেন, গণতান্ত্রিক পথে প্রতিবাদ যেমন সংবিধানসম্মত তেমনি সংসদের সিদ্ধান্ত সংবিধান অনুযায়ী সর্বোচ্চ৷
২৯ তারিখের মধ্যে সংসদ সরকার যদি কড়া লোকপাল বিল পাশ না করায় তাহলে ৩০ তারিখ থেকে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী এবং তাঁর ছেলে রাহুল গান্ধীর বাসভবনের সামনে ধর্ণা শুরু করা হবে৷ শুধু তাই নয়, যেসব সাংসদ সংসদে কড়া লোকপালের বিরোধীতা করবেন, তাঁদের বাসভবনের সামনেও ধর্ণা দেয়া হবে৷ পুলিশ যদি ১৪৪ ধারা জারি করে তাহলে জেলভরো কর্মসূচিতে স্বেচ্ছা সেবকরা কারা বরণ করবেন৷ কারা বরণে ইচ্ছুক সদস্যদের নাম লেখানোর জন্য একটি ওয়েবসাইট রাখা হয়েছে৷ ইতিমধ্যে ১ লাখ ৩০ হাজার সদস্য নাম লিখিয়েছেন, এমনটাই জানিয়েছেন আন্না দলের কর্মকর্তা প্রশান্তভূষণ৷
দু'দিন আগে আন্না অসুস্থ হয়ে পড়েন৷ আজ রওনা হবার আগে তিনি বলেন, এখন তিনি সুস্থ৷ তাঁর এই আন্দোলন যাতে সম্পুর্ণ অহিংস থাকে তারজন্য তিনি সকলে কাছে আবেদন রেখেছেন৷
প্রতিবেদন: অনিল চট্টোপাধ্যায়, নতুন দিল্লি
সম্পাদনা: দেবারতি গুহ