ফুটবল ও সমকামিতা
১৯ জুলাই ২০১৩এই পুস্তিকাটিতে স্থান পেয়েছে সমকামিতা সম্পর্কে নানা তথ্য এবং বিষয়টি নিয়ে বিস্তারিত ব্যাখ্যা করা হয়েছে৷ দেওয়া হয়েছে সমকামীদের যোগাযোগের জন্য ঠিকানা – অর্থাৎ যে বিষয়টি নিয়ে এতোদিন খোলাখুলিভাবে আলোচনা করা নিষিদ্ধই ছিলো৷
জার্মান ফুটবল ফেডারেশন থেকে সমকামিতা সম্পর্কে স্পষ্ট মনোভাব প্রকাশ করার কথা বলা হয়েছে৷ ‘‘কোনো খেলোয়াড় যদি সমকামী হয় এবং সে যদি সরাসরি তার সমকামিতার কথা জানায়, তাহলে অবশ্যই সে ফুটবল ফেডারেশন থেকে সমর্থন পাবে'৷ একথা জানিয়েছেন ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট ভল্ফগাং নিয়ার্সবাখ তাঁদের ফেডারেশন থেকে প্রকাশিত তথ্য পুস্তিকাটিতে৷ তাঁর পৃষ্ঠোপোষকতায় প্রকাশিত এই পুস্তিকাটির সম্পাদনার দায়িত্বে ছিলেন ফুটবল ফ্যান গবেষক গ্যুন্টার এ পিলৎস৷
সমকামীতা সম্পর্কে জার্মানির আইনমন্ত্রী সাবিনে লয়েটহয়সার শ্নারেনব্যার্গার জার্মান জাতীয় দলের কোচ ইওয়াখিম ল্যোভ এবং জাতীয় দলের খেলোয়াড়দের, ‘ক্রিস্টোফার স্ট্রিট ডে' বা সমকামী দিবসে অংশগ্রহণের পক্ষে মত প্রকাশ করেন৷ ‘‘২০১৪ সালে জার্মান ফুটবল ফেডারেশন থেকে যদি নিজস্ব একটি গাড়ি সাজিয়ে নিয়ে আলাদাভাবে সমকামী দিবসে অংশগ্রহণ করে, তাহলে খুবই ভালো হবে – যা দৃষ্টান্ত হয়ে থাকবে৷'' আইনমন্ত্রী সম্প্রতি একথা খেলাধুলা বিষয়ক পত্রিকা ‘স্পর্ট বিল্ড'-কে বলেন৷
সমকামিতা সম্পর্কে মহিলা জাতীয় দলের গোলরক্ষক নাদিন আঙারার বলেন, আমি সমকামী ফুটবল খেলোয়াড়দের পরামর্শ দেবো যে, ‘‘আপনাদের এ সম্পর্কে যে কোনো ধরনের নেতিবাচক প্রতিক্রিয়া থাকলে তা সরাসরি খুলে বলুন৷ কারণ আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আত্মবিশ্বাস বজায় রাখা৷'' নাদিন নিজে একজন সমকামী এবং সে কথা তিনি ২০১১ সালে খোলাখুলিভাবে ‘স্পর্ট বিল্ড'-এর মাধ্যমে জানিয়েছেন৷