ফিলিপাইন্সে গির্জায় বোমা হামলা, নিহত কমপক্ষে ২৭
২৭ জানুয়ারি ২০১৯কর্তৃপক্ষের বরাত দিয়ে বার্তা সংস্থাগুলো অন্তত ২৭ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে৷ এছাড়া আহত হয়েছেন ৭৭ জন৷ রোববারের প্রার্থনার সমাবেশকে কেন্দ্র করে এ হামলা চালানো হয়েছে৷
ঘটনাটি ঘটেছে ফিলিপাইন্সের সুলু প্রদেশের জোলো আইল্যান্ডে আওয়ার লেডি অফ মাউন্ট কার্মেল ক্যাথিড্রালে৷ এটি একটি রোমান ক্যাথলিক ক্যাথিড্রাল৷ স্থানীয় সময় সকাল ৮ টার দিকে চার্চটির বাইরে প্রথম বোমাটি বিস্ফোরিত হবার মিনিট খানেকের মধ্যেই মূল ফটকের সামনে দ্বিতীয় বোমাটি বিস্ফোরিত হয়৷
বার্তা সংস্থা এএফপি জানায়, তাদের ফটোগ্রাফার ঘটনাস্থলে গিয়ে ছিন্নভিন্ন দেহাবশেষ, দরজা, জানালা ও কাঁচের ভাঙা অংশ পড়ে থাকতে দেখেন৷
প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তের এক মুখপাত্র ঘটনাকে ‘‘সন্ত্রাস ও হত্যাকাণ্ড'' বলে অভিহিত করেছেন৷
এএফপিকে দেয়া সাক্ষাৎকারে দেশটির এক সেনা কর্মকর্তা বলেন, ‘‘বোঝাই যাচ্ছে, হামলার উদ্দেশ্য ছিল সন্ত্রাসবাদ৷ এখানে অনেকেই আছেন, যারা শান্তি চান না৷''
তিনি জানান, কী ধরনের বিস্ফোরক ব্যবহার করা হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে৷
রোববার বিকেল পর্যন্ত ঘটনার দায় কোনো জঙ্গিবাদী গোষ্ঠী স্বীকার করেনি৷
কেন এই হামলা?
ফিলিপাইন্সের অধিকাংশ মানুষ রোমান ক্যাথলিক৷ এখানে মুসলিমরা সংখ্যালঘু৷ এর দক্ষিণাঞ্চলের পাঁচটি মুসলিম প্রধান প্রদেশ মিলে একটি স্বায়ত্বশাসিত অঞ্চল রয়েছে৷ সেই স্বায়ত্বশাসিত অঞ্চলটি যে আইনের দ্বারা পরিচালিত তাতে পরিবর্তন এনে নতুন করে স্বায়ত্বশাসিত অঞ্চলটির নাম ‘বাংসামোরো স্বায়ত্বশাসিত অঞ্চল' নির্ধারণ করা হয়৷
মূলত ২০১৪ সালে দেশটির সবচেয়ে বড় মুসলিম বিচ্ছিন্নতাবাদী সংগঠন মোরো ইসলামিক লিবারেশন ফ্রন্ট বা এমআইএলএফ-এর সঙ্গে সরকারের একটি শান্তি চুক্তি হয়৷ সেই চুক্তির আওতায়ই এই সিদ্ধান্ত নেয়া হয়৷ চুক্তি অনুযায়ী, ২০২২ সালে এই স্বায়ত্বশাসিত অঞ্চলের পার্লামেন্ট অঞ্চলটির দায়িত্ব বুঝে নেবে৷
অধিকাংশ মুসলিম জনগোষ্ঠী নতুন এই স্বায়ত্বশাসন চুক্তি মেনে নিলেও সুলু প্রদেশের ভোটাররা তা প্রত্যাখ্যান করেছিলেন৷ মূলত এমআইএলএফের বিরোধী গোষ্ঠী ছাড়াও জোলো আইল্যান্ডে আবু সায়াফ নামের একটি জঙ্গি সংগঠনের শক্ত ঘাঁটি রয়েছে৷ এই সংগঠনটি দেশটিতে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত৷
অভিযোগ আছে, মিন্দানাও অঞ্চলের অশান্তির সুবিধা নিয়ে এমন সংগঠনগুলো কোটি কোটি টাকার ব্যবসা করে৷
এর আগেও বোমা হামলা, শিরচ্ছেদ ও অপহরণের ঘটনা ঘটিয়েছে আবু সায়াফ৷
ফিলিপাইন্সের প্রতিরক্ষা সচিব দেলফিন লোরেঞ্জানা প্রদেশটির নিরাপত্তা জোরদার করার নির্দেশ দিয়েছেন৷ আরো হামলার আশঙ্কা করা হচ্ছে৷
জেডএ/এসিবি (এপি, ডিপিএ)