1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ফিফার সেরার তালিকায় বাংলাদেশের ‘ম্যাজিকাল মনিকা'!

৭ মে ২০১৯

সদ্য সমাপ্ত বঙ্গমাতা অনূর্ধ্ব-১৯ নারী আন্তর্জাতিক টুর্নামেন্টে মঙ্গোলিয়ার বিপক্ষে দুর্দান্ত গোল করেন বাংলাদেশের মনিকা চাকমা৷ আন্তর্জাতিক মানের এই গোল মুগ্ধ করেছে ফিফা-কেও!

https://p.dw.com/p/3I3Li
Bangladesch Sport Persönlichkeiten
ছবি: Mir Farid

ফিফা যখন কোনো ফুটবলার-কে ‘ম্যাজিকাল' বা জাদুকরী আখ্যা দেয়, বুঝতে হবে যে সেই খেলোয়াড় সাধারণ নয়৷

এমনই অসাধারণের শিরোপা জুটলো বাংলাদেশের তরুণ ফুটবলার মনিকা চাকমার ভাগ্যে৷

সদ্য সমাপ্ত বঙ্গমাতা অনূর্ধ্ব-১৯ নারী আন্তর্জাতিক টুর্নামেন্টে মঙ্গোলিয়ার বিপক্ষে একটি দারুণ গোল করেন তিনি৷ তাঁর এই গোলের ভিডিও স্বাভাবিকভাবেই খুব দ্রুত সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়ে৷

শুধু তাই নয়, তাঁর এই দুর্দান্ত গোলের বর্ণনা দিতে ফিফা ব্যবহার করেছে ‘ম্যাজিকাল মনিকা' শিরোনাম!

উল্লেখ্য, ফেসবুকে এই ভিডিওটি শেয়ার করা হলে তা নিয়ে আস্তে আস্তে বাড়তে থাকে আগ্রহ৷ মেসি বা রোনাল্ডোর মতো আন্তর্জাতিক মানের ফুটবলারদের মতোই দক্ষ বাংলাদেশের মনিকা, এমন কথাও উঠতে থাকে সেখানে৷

একাধিক ফেসবুক ও ইউটিউব চ্যানেলে বর্তমানে ছড়িয়ে পড়েছে এই ভিডিও৷ শুধুমাত্র একটি চ্যানেলেই ভিডিওটি দেখা হয় প্রায় ৪৮০,০০০ বার৷ আর শেয়ার করা হয় প্রায় ৫,০০০ বার৷

মনিকার এই নজরকাড়া পারফরম্যান্সের ফলে নতুন করে উদ্যম পাচ্ছে  বাংলাদেশে নারীদের বিভিন্ন খেলাধুলায় অংশগ্রহণের কথা৷

পরবর্তী মেসি বা রোনাল্ডো কি বাংলাদেশ থেকেই উঠে আসবে?

এসএস/ডিজি