‘ফরমালিন বিতর্ক’
২ জুন ২০১৪তবে তাতে পচনশীল দ্রব্য তাজা থাকলেও রাজনীতি কতটা তাজা থাকবে তা বলতে পারছেন না রাজনীতির বিশ্লেষকরা৷
প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাপান সফর শেষে দেশে ফিরে শনিবার এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, ‘‘বিএনপির রাজনীতি পচে গেছে৷ এখন আমরা একে ফরমালিন দিয়ে বাঁচিয়ে রাখার চেষ্টা করছি৷'' এর আগে খালেদা জিয়ার এক মন্তব্যের প্রেক্ষিতে প্রধানমন্ত্রী এ মন্তব্য করেন৷ শেখ হাসিনা বলেন, ‘‘বিএনপি নির্বাচনে না এসে ধরা খেয়ে এখন খেই হারিয়ে ফেলছে৷''
প্রধানমন্ত্রীর বক্তব্যের জবাবে রবিবার বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘‘আওয়ামী লীগ একটি ভয়ংকর দল৷ শেখ হাসিনার শাসনে এই দলটিই বরং পচে গেছে৷ এই দলকে বাঁচাতে এখন ফরমালিন প্রয়োজন৷'' তিনি বলেন, ‘‘বিএনপি কারুর দয়ায় রাজনীতি করে না৷ নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিলেই বোঝা যাবে কোন দলটি পচে গেছে৷''
ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক ড. শান্তনু মজুমদার ডয়চে ভেলেকে বলেন, ‘‘এটা ইতিবাচক যে রাজনীতিবিদরা অশ্রাব্য ভাষার পরিবর্তে রাজনীতিতে ফরমালিনের মতো উপমা ব্যবহার করছেন৷ নতুন এই উপমায় হয়তো তরুণ প্রজন্ম ও সাধারণ মানুষ উৎসাহিত হবে৷ তবে তাঁরা আসল সত্য প্রকাশ করেছেন৷'' তিনি বলেন, ‘‘সবার কথার মধ্য দিয়েই একটি সত্য উঠে এসেছে যে রাজনীতিতে পচন ধরেছে৷ তবে এই পচনের কথা কে বা কারা বলছেন এবং তাদের মুখে এটা মানায় কিনা বা তাঁরা এই পচন রোধের উপযুক্ত লোক কিনা সেটাই বড় প্রশ্ন৷''
ড. শান্তনু মজুমদার বলেন, ‘‘বাংলাদেশের রাজনীতি এবং দলীয় রাজনীতিতে এখন গণতন্ত্রহীনতা লক্ষ্যণীয়৷ এটা দূর করা না গেলে রাজনীতির পচন রোধ করা সম্ভব নয়৷''
অন্যদিকে সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক শ. ম রেজাউল করিম ডয়চে ভেলেকে বলেন, ‘‘বাংলাদশের রাজনীতির সংস্কার প্রয়োজন৷ দেশে যেমন গণতন্ত্র প্রয়োজন, তেমনি প্রয়োজন দলে৷ আর রাজনৈতিক দলগুলোর আচরণও হতে হবে গণতান্ত্রিক৷'' তিনি বলেন, ‘‘কোনো দলের অগণতান্ত্রিক কাজ সেই দলকে জনবিচ্ছিন্ন করে ফেলে৷ বাংলাদেশে তা ঘটছে৷'' তবে ফরমালিনে তা রক্ষা পাবে কিনা তা তাঁর জানা নেই৷
এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও এই ফরমালিন নিয়ে চলছে তুমুল আলোচনা৷ কেউ বলছেন, ‘‘আমরা ফরমালিন মুক্ত রাজনীতি চাই৷'' আরেকজন বলেছেন, ‘‘ফরমালিন হলো বিষ৷ এই বিষ রাজনীতিতে প্রয়োগ করবেন না প্লিজ৷ এমনিতেই ফরমালিন যুক্ত মাছ-মাংস আর ফলমূল খেয়ে আমরা অসুস্থ হয়ে পড়েছি৷ আমাদের নতুন করে অসুস্থ করবেন না৷''