প্লাস্টিক ব্যবহারে নিষেধাজ্ঞায় সম্মত ইইউ
১৯ ডিসেম্বর ২০১৮ইউরোপীয় ইউনিয়নের বর্তমানসভাপতি হিসেবে দায়িত্ব পালন করছে অস্ট্রিয়া৷ দেশটির টেকসই ও পর্যটন মন্ত্রী ক্যোস্টিঙ্গার এক টুইট বার্তায় এই চুক্তিকে একটি ‘মাইলস্টোন' হিসেবে উল্লেখ করেছেন৷
অবশ্য চুক্তিটি কার্যকর হতে হলে ইইউর সব সদস্যরাষ্ট্র ও সংসদে সেটি পাস হতে হবে৷
আগামী দুই বছরের মধ্যে নিষেধাজ্ঞা কার্যকর হতে পারে বলে আশা করা হচ্ছে৷
মে মাসে ইউরোপীয় কমিশনের প্রস্তাবে একবার ব্যবহার হয় এবং যেসবের নন-প্লাস্টিক বিকল্প আছে, এমন প্লাস্টিক পণ্য ব্যবহারের উপর নিষেধাজ্ঞার প্রস্তাব করা হয়েছিল৷ এমন প্লাস্টিক পণ্যের মধ্যে আছে প্লেট, স্ট্র, চামচ, কাপ, বেলুনের স্টিক, কান পরিষ্কার করার ‘কটন বাড', প্লাস্টিকের হালকা ব্যাগ, ফাস্ট-ফুড বিক্রির সময় দেয়া পলিস্টাইরিনের কনটেনার ইত্যাদি৷
ইউরোপীয় কমিশন বলছে, সাগরে যেসব বর্জ্য ফেলা হয় তার ৮০ শতাংশই প্লাস্টিক৷ এছাড়া মোট প্লাস্টিক বর্জ্যের তিন ভাগের এক ভাগেরও কম বর্জ্য সংগ্রহ ও রিসাইকল করা হয় বলে জানায় কমিশন৷ বাকিগুলোর বেশিরভাগই সাগরে গিয়ে পড়ে, যা মাছসহ সাগরের অন্যান্য প্রাণীর জন্য হুমকি হয়ে উঠছে৷
ইতিমধ্যে এক জরিপে দেখা গেছে, মানুষের খাদ্যচক্রে মাইক্রোপ্লাস্টিক ঢুকে পড়েছে৷
জেডএইচ/এসিবি (ডিপিএ, রয়টার্স)