প্লাস্টিক ব্যবহারে নিষেধাজ্ঞায় সমর্থন
২৫ অক্টোবর ২০১৮বিজ্ঞাপন
সাংসদদের সমর্থন পাওয়ায় ইউরোপীয় কমিশন এখন সদস্য দেশগুলোর সঙ্গে প্রস্তাবনা বাস্তবায়ন নিয়ে কথা বলবে৷
কমিশনের প্রস্তাবগুলো হচ্ছে:
- প্লাস্টিক দিয়ে তৈরি তরল পানীয় পানের স্ট্র, প্লেট, চামচ, কাপ, বেলুনের স্টিক, কান পরিষ্কার করার ‘কটন বাড’, প্লাস্টিকের হালকা ব্যাগ, ফাস্ট-ফুড বিক্রির সময় দেয়া পলিস্টাইরিনের কনটেনার ইত্যাদি ব্যবহারের উপর নিষেধাজ্ঞা আরোপের কথা বলা হয়েছে৷
- যেসব প্রতিষ্ঠান এ ধরনের পণ্য উৎপাদন করে, তারা বর্জ্য ব্যবস্থাপনার খরচ দিয়ে সহায়তা করবে এবং এসব পণ্য ব্যবহারে পরিবেশের যে দূষণ হয় সে সম্পর্কে সচেতনতা গড়ে তুলতে কাজ করবে৷
- ২০২৫ সালের মধ্যে একবার ব্যবহার হয় এমন ৯০ শতাংশ প্লাস্টিকের পানীয় বোতল সংগ্রহ করতে সদস্যরাষ্ট্রগুলোর ডিপোজিট ব্যবস্থা চালু করা উচিত৷
- মাসিকের প্যাড, ভেজা পরিস্কারক কাগজ, বেলুন ইত্যাদি ব্যবহারের পর ক্রেতারা সেগুলো কীভাবে ফেলবেন সেই নির্দেশনা থাকতে হবে৷
- একবার ব্যবহার হয় এমন পণ্য ব্যবহারের বিপদ সম্পর্কে সচেতনতা গড়ে তুলতে সদস্য রাষ্ট্রগুলো কাজ করবে৷
ইউরোপীয় কমিশন বলছে, মাত্র এক-তৃতীয়াংশ প্লাস্টিক বর্জ্য সংগ্রহ ও রিসাইকল করা হয়৷ বাকিগুলোর বেশিরভাগই সাগরে গিয়ে পড়ে, যা মাছসহ সাগরের অন্যান্য প্রাণীর জন্য হুমকি হয়ে উঠেছে৷
এক জরিপে দেখা গেছে, ইতিমধ্যে মানুষের খাদ্যচক্রে মাইক্রোপ্লাস্টিক ঢুকে পড়েছে৷
জেডএইচ/এসিবি (ডিপিএ, রয়টার্স, এএফপি, এপি)
বিজ্ঞাপন