1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

প্রায় ৩০ লাখ ডলারে বিক্রি ‘ঈশ্বরের চিঠি'

৫ ডিসেম্বর ২০১৮

পদার্থবিদ আইনস্টাইনের 'ঈশ্বরের চিঠি' বিক্রি হলো প্রায় তিন মিলিয়্ন ডলারে৷ নিউ ইয়র্কভিত্তিক নিলাম প্রতিষ্ঠান ক্রিস্টি'স অকশন হাউস এই নিলামের আয়োজন করে৷ তবে কে বা কারা এই চিঠিটি কিনেছে, সেই তথ্য গোপন রেখেছে প্রতিষ্ঠানটি৷

https://p.dw.com/p/39XWD
Albert Einstein | God letter
ছবি: picture-alliance/dpa/AP Photo/Christies

ক্রিস্টি'স নিলাম হাউস জানায়, তাদের ধারণা ছিল সর্বোচ্চ দেড় মিলিয়্ন ডলারে বিক্রি হতে পারে৷ তবে সব ধারণা ছাপিয়ে ঐতিহাসিক এই চিঠি ২ দশমিক ৯ মিলিয়ন ডলারে বিক্রি হয়৷  

জার্মান ভাষায় লিখিত এই চিঠিতে আইনস্টাইন ধর্ম ও দর্শন নিয়ে তাঁর দৃষ্টিভঙ্গি প্রকাশ করেছিলেন৷ জার্মান দার্শনিক এরিক গুটকিন্ডের কাছে তিনি এই চিঠি লেখেন৷  দার্শনিক গুটকিন্ডের ‘চুজ লাইফ: দ্য বিবলিকাল কল টু রিভল্ট' পড়ে তাঁর প্রতিক্রিয়ায় চিঠিটি লিখেছিলেন আইনস্টাইন৷ এটিই আইনস্টাইনের ধর্ম নিয়ে লেখা একমাত্র মতবাদ বলে মনে করা হয়৷

১৯৫৪ সালে এই চিঠিটি লেখার কিছুদিন পরই আইনস্টাইন মারা যান৷ চিঠিটিতে বারবার ইশ্বরে বিশ্বাস নিয়ে নানা আলাপ উঠে এসেছে৷  এবং তিনি লিখেছেন, ঈশ্বর শব্দটি তাঁর কাছে বাহুল্য৷ তিনি মনে করেন, এটি মানুষের দুর্বলতার বহিপ্রকাশ৷ তিনি এ-ও লিখেছেন, ইহুদিরা অন্যান্য সাধারণ মানুষের মতোই৷ ধর্ম আলাদা বলেই তাঁরা ভিন্ন কেউ নয়৷ 

চিঠিটি গুটকিন্ডের উত্তরাধিকারের কাছে ছিল৷ তিনি ২০০৮ সালে এটি চার লাখ ৪০ হাজার ডলারে বিক্রি করেন নিলামকারী প্রতিষ্ঠানের কাছে৷

এলিজাবেথ শুমাখার /এফএ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য