প্রশ্ন করার সুযোগ নেই
১৫ জুলাই ২০১৩বিশ্বাস না হলে একবার নিজেই পরখ করে দেখুন৷ ফেসবুকের ‘স্ট্যাটাস বারে' প্রশ্ন করার ফিচারটি কি খুঁজে পাচ্ছেন? পাবেন না৷ কারণ ফেসবুক সেটা নিরবে বন্ধ করে দিয়েছে৷ ফেসবুকের এই কাণ্ডে অনেকেই অবাক হয়েছেন৷ কেউ কেউ এই সিদ্ধান্তের যৌক্তিকতা নিয়ে প্রশ্নও তুলেছেন৷ এই বিষয়ে ফেসবুক নিজের অবস্থান পরিষ্কার করেছে৷
ফেসবুকের অনানুষ্ঠানিক ব্লগ হিসেবে পরিচিত অলফেসবুক ডটকম-এর প্রশ্নের জবাবে ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছে, ‘‘আমরা বিজ্ঞাপনী পণ্য বা পাতার টুল হিসেবে প্রশ্ন করার সুযোগ আর দিচ্ছি না৷''
তবে ‘‘পাবলিক কন্টেন্ট'' তৈরি করছে এরকম পাতা, উদাহরণস্বরূপ সংবাদ সংস্থাগুলোর পাতায় প্রশ্ন কি ধরনের গুরুত্ব বহন করে সেসম্পর্কে এখনও গবেষণা করছে ফেসবুক৷ আর তাই আপাতত একটি ক্ষুদ্র গোষ্ঠী ফেসবুকে প্রশ্ন ফিচার ব্যবহারের সুযোগ পাবে৷
সহজ করে বলতে গেলে, ফেসবুকের বক্তব্যে এটা পরিষ্কার যে, ফেসবুকের সাধারণ ব্যবহারকারীরা আর প্রশ্ন করার সুযোগ পাচ্ছেন না৷ আবার এই সেবা পুরোপুরি মৃত ঘোষণা করছে না প্রতিষ্ঠানটি৷ শুধুমাত্র গবেষণার জন্য প্রশ্ন ফিচার থাকছে একটি নির্দিষ্ট ক্ষুদ্র গোষ্ঠীর কাছে৷
উল্লেখ্য, বিশ্বের সবচেয়ে বড় অনলাইন সামাজিক যোগাযোগ সাইট ফেসবুকের ব্যবহারকারীর সংখ্যা বর্তমানে এক বিলিয়নের বেশি৷ ২০০৪ সালের ফেব্রুয়ারি মাসে মার্কিন নাগরিক মার্ক জাকারবার্গ এবং তাঁর কয়েক বন্ধু এই সাইটটি প্রতিষ্ঠা করেন৷ সাইটটির পরিধি বাড়ার সঙ্গে সঙ্গে বিতর্কও বাড়ছে৷ বিশেষ করে ফেসবুক তাঁর ব্যবহারকারীদের নিরাপত্তা নিশ্চিত করতে কতটা সক্রিয়, সেই প্রশ্ন এখন সর্বত্র৷