প্রতিবছর ২০ লাখ মৃত শিশুর জন্ম
১১ অক্টোবর ২০২০বিজ্ঞাপন
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিউএইচও) জানিয়েছে, গত বছর সারা বিশ্বে জন্ম নেওয়া মৃত শিশুদের চার জনের তিনজনই ছিল সাব সাহারা এবং দক্ষিণ এশিয়ার দেশগুলোতে৷ বিশ্বের কোথাও না কোথাও প্রতি ১৬ সেকেন্ডে একজন মা মৃত শিশুর জন্ম দেন৷ তবে গর্ভাবস্থায় নিয়মিত ডাক্তারের পরামর্শ অনুযায়ী মায়ের যত্ন নিলে বেশিরভাগ ক্ষেত্রে মৃত শিশুর জন্ম রোধ করা সম্ভব বলে মনে করেন ইউনিসেফের নির্বাহী পরিচালক হেনরিয়েটা ফোর৷ ডাব্লিউএইচও -র মতে, প্রসবের সময়ে প্রশিক্ষণপ্রাপ্ত স্বাস্থ্যকর্মীর সহায়তায় ৪০ভাগেরও বেশি মৃত শিশু জন্ম কমানো সম্ভব৷
করোনা মহামারির কারণে বিশ্বব্যাপী স্বাস্থ্যসেবার গতি কমেছে৷ ফলে ১১৭টি উন্নয়ণশীল দেশে আগামী বছর দুই লাখ বেশি মৃত শিশুর জন্ম হতে পারে বলে হুঁশিয়ার করা হয়েছে রিপোর্টটিতে৷
এনএস/এসিবি (এপি)