নাশকতার আশঙ্কা
২৭ নভেম্বর ২০১২আশুলিয়ার তাজরিন ফ্যাশনস'এ আগুনের ঘটনায় একাধিক তদন্ত কমিটি এবং পুলিশ কাজ করছে৷ পুলিশ এ পর্যন্ত একজন মহিলাসহ ২ জনকে আটক করেছে৷ ঢাকা মহানগর গোয়েন্দা বিভাগের উপ কমিশনার মনিরুল ইসলাম জানান আশুলিয়ায় তাদের আরেকটি গার্মেন্ট-এ আগুন লাগানোর সময় আটক করা হয়৷ তবে তাজরিন ফ্যাশনস'এর আগুনের সঙ্গে তারা জড়িত কিনা তা এখনো নিশ্চিত নয়৷ তাদের ধারণা তাজরিন ফ্যাশনস'এও নাশকতার ঘটনা থাকতে পারে৷ তাদের তদন্ত চলছে, বিষয়টি পরিষ্কার হতে সময় লাগবে৷
এদিকে প্রধানমন্ত্রী মঙ্গলবার এক অনুষ্ঠানে বলেছেন, নাশকতার ব্যাপারে পোশাক শিল্প মালিকদের সতর্ক থাকতে হবে৷ কারণ ২০ হাজার টাকার বিনিময়ে আগুন লাগাতে গিয়ে এক শ্রমিক ধরা পড়েছে৷ তিনি জানান, একাধিক তদন্ত কমিটি এবং পুলিশ আসল ঘটনা জানার চেষ্টা করছে৷ যারা এর জন্য দায়ী হবেন, তাদের বিরুদ্ধেই ব্যবস্থা নেয়া হবে৷ তিনি শ্রমিকদের সুযোগ সুবিধার দিকে নজর দেয়ার জন্যও মালিকদের অনুরোধ করেন৷
শ্রম মন্ত্রণালয়ও একটি তদন্ত কমিটি গঠন করেছে৷ তারা ইতিমধ্যেই কাজ শুরু করেছেন বলে জানিয়েছেন শ্রমমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু৷ তিনি জানিয়েছেন, তদন্তের ভিত্তিতেই ব্যবস্থা নেয়া হবে৷ বিজিএমইএ সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন জানিয়েছেন, তদন্তে যদি তাজরিন ফ্যাশনস'এর বিরুদ্ধে অবহেলার কোন প্রমাণ পাওয়া যায় তাহলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে৷
এদিকে মঙ্গলবার সারাদেশে জাতীয় শোক দিবস পালন করা হয়৷ জাতীয় পতাকা রাখা হয় অর্ধনমিত৷ আর মসজিদসহ উপাসনালয়ে নিহতদের জন্য কল্যাণ কামনা করে প্রার্থনা করা হয়৷