1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সূর্যগ্রহণের জাদুময় সৌন্দর্য

৯ মার্চ ২০১৬

এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বিভিন্ন জায়গায় সূর্যগ্রহণ দেখলো লাখো মানুষ৷ বাংলাদেশ, চীন, জাপান, কোরিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড ও অস্ট্রেলিয়ায় আংশিক সূর্যগ্রহণ দেখা গেলেও, পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা গেছে ইন্দোনেশিয়ায়৷

https://p.dw.com/p/1I9ph
Kambodscha Sonnenfinsternis
ছবি: picture-alliance/dpa/M. Remissa

দিনের শুরুতেই রাত নেমে আসে আজ ইন্দোনেশিয়ার সুমাত্রা, বোর্নিও ও সুলাওয়েসিসহ বেশ কয়েকটি দ্বীপে৷ স্থানীয় সময় ৬টা ১৯ মিনিট থেকে চাঁদের আড়ালে ঢাকা পড়তে শুরু করে সূর্য৷ ধীরে ধীরে প্রায় ঘণ্টা খানেক ধরে চলে এই সূর্যগ্রহণ৷ একটা সময় সূর্যকে পুরোপুরি ঢেকে ফেলে চাঁদমামা৷ মুহূর্তেই নেমে আসে অন্ধকার, সৃষ্টি হয় এক মায়াবী রাতের৷ তারপর আবারো আস্তে আস্তে কেটে যায় সেই তমস৷

মার্কিন মহাকাশ সংস্থা নাসা প্রকাশিত ভিডিওটি ক্লিক করলে আপনিও দেখতে পারবেন সেই সৌন্দর্য, যা দেখার জন্য উদগ্রিব অপেক্ষায় ছিল বিশ্ববাসী৷ তাই তাদের অনেকে রাস্তায় নেমে আসে, কেউ চলে যায় ছাদে বা উঁচু কোনো জায়গায়৷ কাক ভোরে উঠে চোখে বিশেষ ধরনের চশমা পরে সূর্যগ্রহণ দেখার উৎসবে মাতে ছোটরাও৷

সূর্যগ্রহণকে কেন্দ্র করে পর্যটকদের ঢল নামে ইন্দোনেশিয়ার বিভিন্ন দ্বীপে৷ মজার সব দৌড়, ড্রাগন নৌকার প্রতিযোগিতা, নানারকম ধর্মীয় আচার-অনুষ্ঠান – সূর্যগ্রহণ উপলক্ষ্যে চোখে পড়ে এমন আরো অনেক কিছু৷

ডিজি/এসিবি

বন্ধু, আপনি কি কখনও সূর্যগ্রহণ দেখেছেন? জানান আপনার অভিজ্ঞতা, নীচের ঘরে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান