‘শিক্ষকের পেটে পুলিশের লাথি'
২৮ নভেম্বর ২০১৬কলেজের এবং প্রাণিবিদ্যা বিভাগের প্রধান অধ্যাপক ইউনূস আলি ডয়চে ভেলেকে আরো জানান আহত হবার পর শিক্ষক আবুল কালামকে ময়মনসিংহ মেডিক্যাল হাসপাতালেও নিতে দেয়নি পুলিশ৷ ইউনূস আলি জানতে চান, ‘‘আমরা শিক্ষকরা কী এমন অপরাধ করেছি যে আমাদের এভাবে পিটিয়ে, লাথি মেরে হত্যা করা হবে?''
ময়মনসিংহের ফুলবাড়িয়া ডিগ্রি কলেজ সরকারি করার দাবিতে আন্দোলনরত ছাত্র ও শিক্ষকদের ওপর রবিবারের হামলায় ওই কলেজের উদ্ভিদ বিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক আবুল কালামসহ দুইজন নিহত হন৷ আরেকজন হলেন পথচারী, ভ্যানচালক সফর আলি৷ তাকেও পুলিশ আন্দোলনকারী ভেবে বেধড়ক পেটায়৷ পরে সে মারা যায়৷
সেদিনের ঘটনার বর্ণনা দেয়ার সময় অধ্যাপক ইউনূস আলি বলেন, ‘‘কলেজ চত্বরে হামলার পর পুলিশ কলেজ ভবনের ভিতরে ঢুকে হামলা চালায়৷ একটি কক্ষে আশ্রয় নেয়া ছাত্র ও শিক্ষকদের রীতিমতো আটক করে পিটায় পুলিশ৷ পুলিশের পিটুনিতে নীচে পড়ে যাওয়ার পরও রেহাই পায়নি শিক্ষক আবুল কালাম৷ তাঁর পেটে লাথি মারে পুলিশ৷ এরপর আমরা তাঁকে হাসপাতালে নিয়ে যেতে চাইলে ওই পুলিশ তাতে বাঁধা দেয়৷ ঘেরাও করে রাখে৷ আমরা পেছন দিক দিয়ে তাঁকে ময়মনসিংহ জেলা সদর হাসপাতালে নিতে চাইলে পুলিশ নিতে দেয়নি৷ অ্যাম্বুলেন্সও ফিরিয়ে দেয় পুলিশ৷ শেষ পর্যন্ত বাধ্য হয়ে তাকে ময়মনসিংহের কমিউনিটি বেজড মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন৷ পুলিশ বাধা না দিলে হয়তো তাঁকে বাঁচানো যেতো৷''
তিনি আরো অভিযোগ করেন, ‘‘পরিবারের সদস্যদের লাশ না দিয়ে পুলিশ লাশ সেখান থেকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়৷ সেখান থেকে পুলিশ পাহারায় লাশ নেয়া হয় তাঁর গ্রামের বাড়ি নান্দাইলের কবিরপুরে৷ আজ ( সোমবার) পুলিশ পাহারায় সেখানে লাশ দাফন করা হয়েছে৷''
জানা গেছে, ফুলবাড়িয়া ডিগ্রি কলেজ সরকারি করার দাবিতে ছাত্র ও শিক্ষকরা প্রায় দেড়মাস ধরে আন্দোলন করে আসছেন৷ সম্প্রতি ওই জেলার ২৩টি কলেজকে সরকারি করার জন্য তালিকাভুক্ত করে শিক্ষা মন্ত্রণালয়৷ কিন্তু তার মধ্যে ফুলবাড়িয়া ডিগ্রি কলেজ নেই৷ অথচ তার পাশেই একটি নবীন ইন্টারমেডিয়েট কলেজকে (বেগম ফজিলাতুন্নেছা মুজিব মহিলা কলেজ) সরকারি করার তালিকায় রাখা হয়৷ ওই কলেজটি এমপিওভুক্তও নয়৷ এ নিয়ে ক্ষুব্ধ ছিলেন স্থানীয় লোকজন এবং ফুলবাড়িয়া ডিগ্রি কলেজের শিক্ষক এবং শিক্ষার্থীরা৷ রবিবার কলেজের পূর্বঘোষিত সমাবেশ ও মিছিলে পুলিশ হামলা চালালে দুই জন নিহত এবং অন্তত ২৫ জন আহত হন৷
তবে ময়মনসিংহের পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম দাবি করেন, ‘‘পুলিশ কলেজের কোনো ভবনে প্রবেশ করেনি৷ উচ্ছৃংখল ছাত্রদের থামাতে কলেজের মাঠে প্রবেশ করে৷ তারা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছুড়ছিল৷ পুলিশের পিটুনিতে শিক্ষক মারা যাওয়ার অভিযোগ মিথ্যা৷'' তিনি জানান, ‘‘ময়না তদন্ত ও সুরতহালেও শিক্ষকের শরীরে আঘাতের কোনো চিহ্নের কথা বলা হয়নি৷'' তাঁর মতে, ‘‘শিক্ষকরা তাঁদের আন্দোলন জোরদার করতেই এসব কথা বলছেন৷''
এদিকে এই ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন৷ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আরিফ আহমেদকে প্রধান করে তিন সদস্যের এ কমিটিকে সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে৷ পুলিশও আলাদা একটি তদন্ত কমিটি গঠন করেছে৷
পুলিশ তাদের কর্তব্যে বাঁধা দেয়ার অভিযোগে অজ্ঞাত চার শতাধিক ব্যক্তিকে আসামি করে মামলা করেছে৷ কিন্তু শিক্ষকসহ দু'জন নিহত হওয়ার ঘটনায় কোনো হত্যা মামলা হয়নি৷ অধ্যাপক ইউনূস আলি জানান, ‘‘এলকায় ১৪৪ ধারা জারি করে মিছিল প্রতিবাদের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে৷''