‘প্রভাবশালীদের কাছে শিক্ষকের কোনো মর্যাদা নেই'
১০ জুন ২০১৬ডয়চে ভেলের পাঠক আকাশ আহমেদের মতে, ‘‘আজ যারা শিক্ষক তাঁরা সবাই সাধারণ জীবনযাপন করেন কারণ এঁদের সাধারণ মানুষ সম্মান করে৷ তবে প্রভাবশালীদের কাছে শিক্ষকের কোনো মর্যাদা নেই৷''
ফেসবুকবন্ধু সালেক মোহাম্মদ জানিয়েছেন যে, তিনি আকাশ আহমেদের মন্তব্যের সাথে মোটামুটি একমত৷ তবে সবাই নাকি একরকম নয়৷
অন্যদিকে, শিক্ষকের মর্যাদা সম্পর্কে বন্ধু অর্জুন বৈদ্যের মতামত হলো, ‘‘আমাদের দেশে কিছু সংখ্যক অসহিষ্ণু ছাত্ররা আছে, তা ঠিক৷ তবে অবশ্যই মা-বাবার দায়িত্ব সবার আগে৷ কারণ অনেক সময়ই দেখবেন, বাচ্চারা স্কুলে গিয়ে মার খাওয়ার আগে স্কুলে যাবার জন্য ঘরে মার খায়৷''
জার্মানিতে বসবাসকারী একজন বাঙালি ছাত্র শাহ মঈন ইসলাম ডয়চে ভেলের ফেসবুক পাতায় লিখেছেন, ‘‘আমি জার্মানির একটি স্কুলে লেখাপড়া করি৷ এখানে বাংলাদেশের মতো শিক্ষককে সম্মান দেওয়া হয় না৷ আমি একজন শিক্ষককের সাথে আলাপ করেছিলাম৷ বাংলাদেশের শিক্ষকরা অনেক সম্মান পান, কিন্তু এখানে তেমন না৷''
সংকলন: নুরুননাহার সাত্তার
সম্পাদনা: দেবারতি গুহ