1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘‘পাহাড়িদের মাঝে আস্থা ফেরানোর চেষ্টা চলছে’’

৫ অক্টোবর ২০১২

চট্টগ্রামের বেশ কয়েকটি জায়গায় বৌদ্ধদের মন্দির এবং বসতিতে হামলার আগেই বড় রকমের সংঘর্ষ হয়েছিল রাঙ্গামাটিতে৷ সাংবাদিক ফজলে এলাহি জানালেন পাহাড়ি জনপদে যে আস্থাহীনতার সৃষ্টি হয়েছে, তা দূর করার চেষ্টা চলছে এখন৷

https://p.dw.com/p/16KRm
ছবি: Reuters

বাসে বসা নিয়ে দুই ছাত্রের কথাকাটি, সেই ঘটনা বড় হতে হতে পাহাড়ি-বাঙ্গালি সংঘর্ঘ৷ রাঙ্গামাটি তখন থেকেই থমথমে৷ পরে কক্সবাজার, টেকনাফসহ বেশ কিছু জায়গায় বৌদ্ধদের ওপর হামলার ঘটনায় পারস্পরিক আস্থায় চিড়টা আরো বড় হয়েছে৷

দুই কলেজ ছাত্রের কথাকাটি থেকে শহরময় সংঘর্ষ ছড়িয়ে পড়ার ঘটনার দু’সপ্তাহ হতে চলল৷ মাঝে অন্য কিছু না ঘটলে এতদিনে রাঙ্গামাটি হয়তো আরো স্বাভাবিক হয়ে যেতো৷ কিন্তু ২৯শে সেপ্টেম্বর রাতে শুরু হয়ে পরের রাত পর্যন্ত চট্টগ্রামের বিভিন্ন এলাকায় বৌদ্ধদের ওপর ব্যাপক হামলা হওয়ায় তা এখনো হয়নি৷ রাঙ্গামাটির বাজারগুলোতে পাহাড়িরা এখনো আসছেন না৷ মোবাইল ফোনে এসএমএস’এর মাধ্যমে তাঁদের বাঙ্গালির দোকান বয়কট করতে বলা হয়েছে – এমন উড়ো খবর আছে৷ তবে তুচ্ছ ঘটনা থেকে পাহাড়ি-বাঙ্গালি সংঘর্ষ এবং তার কয়েকদিন পর নানা জায়গায় বৌদ্ধ মন্দির এবং বৌদ্ধদের বসতিতে হামলার কারণে পাহাড়িদের মনে যে নিরাপত্তাহীনতা বেড়েছে আর বাঙ্গালি প্রতিবেশিদের প্রতি আস্থা কমেছে, তা বাস্তব৷ এই বাস্তবতাই ফুটে উঠেছে ডয়চে ভেলেকে দেয়া সাংবাদিক ফজলে এলাহির সাক্ষাৎকারে৷

MMT BM/051012/Interview with Fazle Elahi on Rangamati - MP3-Mono

Kaptai Lake in Bangladesh
রাঙ্গামাটি...ছবি: DW

সাক্ষাৎকারে দৈনিক কালের কন্ঠ পত্রিকার রাঙ্গামাটি প্রতিনিধি বলেছেন, পাহাড়িদের মধ্যে আস্থাহীনতা এবং এক ধরনের অভিমান দেখা দেয়ায় বাঙ্গালিরা এ নিয়ে চিন্তিত৷ বিশেষ করে বাঙ্গালি ব্যবসায়ীরা বুঝতে পারছেন এতে তাঁদের ব্যবসার খুব ক্ষতি হচ্ছে৷ তাই পরিস্থিতি স্বাভাবিক করতে বেশ উদ্যোগী তাঁরা৷ বাঙ্গালি-পাহাড়ি সম্পর্ক স্বাভাবিক করতে প্রশাসন কিছু পদক্ষেপ নিচ্ছে বলেও জানিয়েছেন ফজলে এলাহি৷

সাক্ষাৎকার: আশীষ চ্ক্রবর্ত্তী

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য