পাখি রাখি না জীবন রাখি!
২৩ জুলাই ২০১৪প্রতি সপ্তাহের সোম থেকে শনিবার রাত ৯:৩০ মিনিটে ভারতীয় বেসরকারি চ্যানেল ‘স্টার জলসা'য় ‘বোঝেনা সে বোঝেনা' নামের একটি সিরিয়াল প্রচারিত হয়৷ সিরিয়ালটির প্রধান চরিত্রের নাম পাখি৷ এই পাখি চরিত্রের অভিনেত্রীর পরিহিত পোশাকটির মত একই ডিজাইনের পোশাকে ছেয়ে গেছে বাংলাদেশের মার্কেটগুলো৷ স্কুল শিক্ষার্থী, কিশোরী এবং তরুণীদের মধ্যে পোশাকটির জনপ্রিয়তা সবচেয়ে বেশি৷
সোমবার চুয়াডাঙ্গা জেলা সদরের একটি গ্রামে শিলা খাতুন নামে ১৫ বছরের একটি মেয়ে আত্মহত্যা করে৷ আত্মহত্যার কারণ বাবা ঈদের জন্য তাকে ‘পাখি' পোশাকটি কিনে দিতে পারেননি৷ এদিকে ঈদে ‘পাখি' থ্রি-পিস কিনে না দেয়ায় খুলনার পাইকগাছার এক স্ত্রী শারমিন আক্তার তার স্বামী মোঃ সাইদুল ইসলামকে তালাক দিয়েছেন৷
সামহয়্যার ইন ব্লগে পুতুল আলতাব লিখেছেন,
‘পাখি থ্রিপিস কেমন জানতে ইচ্ছে করে? যার জন্য ঈদের আগেই এতকিছু শুরু হচ্ছে? বিভিন্ন পোশাকের নাম শুনেছি কিন্তু এইপাখি নাম এই প্রথম শুনলাম তাই দেখার একটু আগ্রহ জন্মেছে৷ আমাদের দেশে বিভিন্ন মার্কেটে ভারতীয় হিন্দি-বাংলা টিভি চ্যানেলগুলোর মেগা ধারাবাহিক নাটক/সিরিয়ালের পোশাকের কদর বেড়েছে৷ আর এগুলোর দামও বেশ চড়া৷'
একই ব্লগে কাজী ফাতেমা একটি কবিতা লিখেছেন৷ শিরোনাম ‘ফ্যাশনের রাজ্যে পাখি'৷
থ্রি পিস দোকানের অলিগলিতে হায়! পাখি রাখছে টাঙ্গিয়ে
প্লাস্টিকের ডলগুলো রঙ বেরঙের পাখিতে দিলো রাঙ্গিয়ে,
ডানা কাটা পাখি, মশার ভয়ে মশারি পাখি
আপা নিয়া যান,ঈদের কয়দিন আর বাকি;
সিরিয়ালের নাম ভাঙ্গিয়ে হায়! ফ্যাশনে সয়লাব মার্কেট
হুজুগে মেতে বাঙালি, ঐতিহ্য বিকিয়ে ভরে ধাঙ্গর পেট৷
ও সুন্দরী আপারা সানি লিউন দিছেন নাকি বাদ?
এবার বুঝি পাখি ফ্যাশনে ভরবেন মনের সাধ?'
ইমাম হাসান রনি লিখেছেন, ‘হায়রে স্টার জলসা! আর কত ?'
তিনি লিখেছেন, ‘কিছুদিন আগে পাখি থ্রি পিছ না পেয়ে এক মহিলা তার স্বামীকে তালাক দিয়ে বাবার বাড়ি চলে যায়৷ এবার আরেক কিশোরী আত্মহত্যা করল! কি শুরু হইলো এসব?
চাঞ্চল্যকর এ ঘটনাটি ঘটেছে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের আব্বাসবাজার-বিশ্বনাথপুর গ্রামে৷ বাবা পাখি জামা কিনে না দেয়ায় অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে সেই কিশোরী৷'
ফেসবুক পাতায় সাংবাদিক আবু সুফিয়ান লিখেছেন,
‘এ বছর পাখির দাপট, গত বছর ছিল সানি লিওন৷ ভারত সিরিয়ালের নেশায় আসক্ত আমাদের মেয়েরা কিন্তু এতো খারাপ না! গত বছর ‘সানি লিওন' নামের পোশাক নিয়ে কিন্তু কেউ আত্মহত্যা করেনি! মা'রা মেয়েদের কিনে দিয়েছিলেন সানি লিওন জামা৷ মেয়েরাও ঘুরে বেড়িয়েছে তা পড়ে৷'
সংকলন: অমৃতা পারভেজ
সম্পাদনা: সঞ্জীব বর্মন