1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পাকিস্তান সফরে মার্কিন সেনেটর কেরি

১৬ মে ২০১১

পাকিস্তান সফররত মার্কিন সেনেটর জন কেরি সোমবার পাকিস্তানি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন৷ মার্কিন বিশেষ বাহিনী আল কায়েদা নেতা ওসামা বিন লাদেনকে পাকিস্তানে হত্যা করার দু’সপ্তাহ পরে সেনেটর কেরির পাকিস্তান সফর অনুষ্ঠিত হচ্ছে৷

https://p.dw.com/p/11Gdl
Independent Senator Joe Lieberman (L) of Connecticut and Democratic Senator John Kerry (R) of Massachusetts deliver remarks to the press outside the Oval Office of the White House after a meeting between US President Barack Obama and a bipartisan group of senators to discuss passing comprehensive energy and climate legislation this year, in Washington DC, USA, 29 June 2010. EPA/MICHAEL REYNOLDS
সেনেটর জন কেরিছবি: picture alliance/dpa

আল কায়েদা প্রধান ওসামা বিন লাদেনের পাকিস্তানে বহাল তবিয়তে বসবাস এবং মার্কিন বিশেষ অভিযানে তাকে হত্যার পর থেকেই মার্কিন-পাকিস্তান সম্পর্কে টানাপোড়েন চলছে৷ বিশেষ করে এই বিষয়টিকে সামনে রেখেই অনুষ্ঠিত হচ্ছে মার্কিন সেনেটর জন কেরির পাকিস্তান সফর৷

কেরি পাকিস্তানে সফর শুরুর আগে আফগানিস্তান সফর করেন৷ তিনি রবিবারে ইসলামাবাদে পৌঁছান৷ বিন লাদেনকে যে ধরণের কমান্ডো অভিযানে হত্যা কার হয়েছে, ঐ ধরণের আর কোন কমান্ডো অভিযানের পুনরাবৃত্তি এবং চরমপন্থীদের ওপরে চালকবিহীন বিমান হামলা অবশ্যই বন্ধ করতে হবে, পাকিস্তান পার্লামেন্ট এই কথা বলার পরপরই কেরি ইসলামাবাদে পৌঁছান৷ আল কায়েদা নেতার মৃত্যুর পরে কোন মার্কিন উচ্চপদস্থ কর্মকর্তার এটাই প্রথম পাকিস্তান সফর৷

Verschiedenen Onlineseiten englischsprachiger Zeitungen verbreiten die Nachricht über den Tod des Terroristenführers Osama bin Laden, aufgenommen am Montag (02.05.2011) in Kaufbeuren (Schwaben). Weltweit äusserten sich Politiker erleichtert über den Tod des Al-Kaida-Chefs. Foto: Karl-Josef Hildenbrand dpa/lby +++(c) dpa - Bildfunk+++
মার্কিন বিশেষ বাহিনী আল কায়েদা নেতা ওসামা বিন লাদেনকে পাকিস্তানে হত্যা করেছবি: picture alliance / dpa

এদিকে পাকিস্তান সফরে রওনা হবার আগে কাবুলে কেরি সাংবাদিকদের বলেন, পারমাণবিক অস্ত্রধর মিত্রের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের ‘সংকট কাল' চলছে৷ মার্কিন সেনেটর বলেন, ‘‘এই অবস্থা থেকে বের হয়ে সম্ভব হলে সামনে এগিয়ে যাবার পথ খুঁজছি আমরা৷'' কেরি বলেন, তিনি পাকিস্তানের নেতাদের সঙ্গে আলোচনা করবেন৷ তবে ইসলামাবাদের খুব কাছে আল কায়েদা নেতার বসবাসের বিষয়টি আবিষ্কৃত হবার পরে আলোচনার সময়ে ‘গুরুত্বপূর্ণ কিছু বিষয় সমাধান করতে হবে৷'

পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি এবং প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানির সঙ্গে বৈঠক করার কথা রয়েছে সেনেটর কেরির৷ তবে এরই মধ্যে কেরি ইসলামাবাদে পাকিস্তানি সেনা প্রধান জেনারেল আশফাক কায়ানির সাথে বৈঠক করেছেন৷

প্রতিবেদন: ফাহমিদা সুলতানা

সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য