পাকিস্তানে হামলা পরিকল্পনা নস্যাৎ
২০ এপ্রিল ২০২০আফগান সীমান্তবর্তী নর্থ ওয়াজিরিস্তানে একটি সেনা চেকপোস্টে রোববার রাতে জঙ্গি হামলার পর কয়েকঘণ্টার বন্দুকযুদ্ধে সেনাবাহিনী ছয় জঙ্গিকে হত্যা করে৷ হামলায় এক সেনা নিহত হয়েছেন৷ সোমবার সেনাবাহিনীর পক্ষ থেকে এ তথ্য জানানো হয়৷
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে আল-কায়দা সংশ্লিষ্ট আফগান তালেবান দল হাক্কানী নেটওয়ার্ক অত্যন্ত সক্রিয়৷ তাদের অনুগত স্থানীয় কয়েকটি জঙ্গিদলও প্রায়ই সেখানে হামলা চালায়৷ রোববারের হামলা গত এক মাসে এই অঞ্চলে চতুর্থ৷
চাডে কারাগারে ৪৪ সন্দেহভাজন জঙ্গির মৃতদেহ
এদিকে আফ্রিকার দেশ চাডের রাজধানী এনজামেনার একটি কারাগার থেকে ৪৪ বন্দির মৃতদেহ উদ্ধার করা হয়েছে৷ তারা সবাই জঙ্গিদল বোকো হারামের সদস্য বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে৷ লেক চাডের কাছে বোকো হারাম জঙ্গিদের বিরুদ্ধে সম্প্রতি সেনা অভিযান চালিয়ে সন্দেহভাজন ৫৪ জঙ্গিকে গ্রেপ্তার করা হয়৷
জাতীয় টেলিভিশনে এক ভাষণে প্রধান প্রসিকিউটর ইউসুফ টম বলেন, ‘‘লেক চাড এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার ৫৪ জনকে পরবর্তী জিজ্ঞাসাবাদের জন্য এনজামেনার একটি কারাগারে পাঠানো হয়েছিল৷ বৃহস্পতিবার সকালে কারাকর্তৃপক্ষ জানান, সেলের ভেতর তারা ৪৪ বন্দিকে মৃত অবস্থায় পান৷’’
তাদের মৃত্যুর কারণ অনুসন্ধানের চেষ্টা চলছে বলেও জানান তিনি৷ বলেন, ‘‘এরই মধ্যে চারজনের ময়নাতদন্ত হয়েছে৷ খুব সম্ভবত মারাত্মক বিষাক্ত কিছুর কারণে তারা হৃদরোগে আক্রান্ত হন এবং তাদের ভয়াবহ শ্বাসকষ্ট হয়৷’’
এসএনএল/এসিবি (ডিপিএ, এএফপি)
গতবছরের ২ মে’র ছবিঘরটি দেখুন...