1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পশ্চিমবঙ্গের দিনহাটায় দুই মন্ত্রীর হাতাহাতি

২০ মার্চ ২০২৪

একদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক অন্যদিকে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। প্রকাশ্য রাস্তায় তারা হাতাহাতিতে জড়িয়ে পড়লেন।

https://p.dw.com/p/4dvMe
দিনহাটায় হাতাহাতি
দিনহাটা বিজেপি-তৃণমূল হাতাহাতিছবি: Subrata Goswami/DW

মঙ্গলবারে রাতে এক অভূতপূর্ব ঘটনা দেখলো উত্তরবঙ্গের দিনহাটা। কোচবিহার জেলার এই অঞ্চল থেকে লোকসভা ভোটে প্রার্থী হয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। ২০১৯ সালে বিজেপির টিকিটে এই কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন তিনি। অন্যদিকে নিশীথের কড়া বিরোধী তৃণমূলের উদয়ন গুহ এই অঞ্চলেরই বিধায়ক। তৃণমূলের এই নেতা এখন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী।

দিনহাটায় হাতাহাতি
ঘটনাস্থলে উদয়ন গুহছবি: Subrata Goswami/DW

বিজেপির অভিযোগ, মঙ্গলবার রাতে নির্বাচনী সভা করে ফিরছিলেন নিশীথ। সে সময় তৃণমূলের বাহিনী পথ আটকে দাঁড়ায়। তার গাড়ির উপর আক্রমণ চালায়। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন স্বয়ং উদয়ন। নিশীথ গাড়ি থেকে নেমে এলে দুইজনের মধ্যে হাতাহাতিও হয়।

প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, পুলিশ এবং নিশীথের দেহরক্ষীদের মধ্যেও হাতাহাতি হয়। ঘটনায় বেশ কয়েকজন আহত হন বলেও জানা গেছে।

দিনহাটায় হাতাহাতি
ঘটনাস্থলে নিশীথ প্রামাণিকছবি: Subrata Goswami/DW

এদিকে তৃণমূলের অভিযোগ, মঙ্গলবার উদয়ন গুহের জন্মদিন ছিল। রাস্তায় তারা জন্মদিন পালন করছিলেন। সে সময় নিশীথের সমর্থকেরা তাদের উপর হামলা চালায়। তৃণমূলের তরফে ইতিমধ্যেই বিজেপির ৪৫ জনের বিরুদ্ধে থানায় এফআইআর করা হয়েছে। বস্তুত, ওই ঘটনার পর এক বিজেপি নেতা ফেসবুকে পোস্ট করেছিলেন-- 'জন্মদিনের উপহার কেমন লাগলো?'

এদিকে ঘটনার পরেই রাজ্যপাল সিভি আনন্দ বোস কড়া বিবৃতি দিয়েছিলেন। তিনি জানিয়েছেন, পুলিশকে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছিলেন তিনি। বুধবার সকালে কোচবিহারের উদ্দেশে রওনা হন তিনি। নিজের চোখে পরিস্থিতি খতিয়ে দেখবেন তিনি। উদয়ন বলেছেন, রাজ্যপাল যদি তার বিরুদ্ধে একটিও দোষ বার করতে পারেন, তাহলে তিনি মন্ত্রিত্ব ছেড়ে দেবেন।

নির্বাচন কমিশন জানিয়েছে, পুলিশকে বলা হয়েছে, এলাকায় দ্রুত শান্তি ফিরিয়ে আনতে। দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে। আর যাতে এমন ঘটনা না ঘটে, সে বিষয়ে পুলিশকে সতর্ক করা হয়েছে।

তৃণমূল অবশ্য বুধবার ২৪ ঘণ্টার বনধ ডেকেছে এলাকায়। উদয়ন জানিয়েছেন, তিনি ব্যক্তিগত ভাবে বনধের সমর্থক নন। কিন্তু এমন ঘটনার পর বনধ না ডেকে উপায় ছিল না। নিশীথ এবিষয়ে এখনো কোনো মন্তব্য করেননি। এলাকা এখনো থমথমে।

এসজি/জিএইচ (পিটিআই)