পদত্যাগ করতে ট্রুডোকে নিজের দলের সাংসদদের চাপ
২৪ ডিসেম্বর ২০২৪বড়দিন ও নববর্ষের ছুটিতে ট্রুডো নিজের ভবিষ্যৎ নিয়ে ভাববেন বলে জানিয়েছে তার দলের একটি সূত্র৷
নয় বছর ধরে ক্ষমতায় আছে ট্রুডোর দল লিবারেল পার্টি৷ এই দলের প্রতি ভোটারদের আগ্রহে ভাটা পড়েছে বলে সাম্প্রতিক জরিপ বলছে৷ এছাড়া সবকিছুর দাম বাড়া এবং আবাসন সংকটের কারণে ট্রুডো সরকারের জনপ্রিয়তা পড়তির দিকে৷
এদিকে, ডনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর ক্যানাডা থেকে আমদানি করা সব পণ্যের উপর ২৫ শতাংশ শুল্ক আরোপের পরিকল্পনা করছেন৷
এই অবস্থায় সরকারি ব্যয় নিয়ে ট্রুডোর সঙ্গে মতভেদের জেরে গত সপ্তাহে পদত্যাগ করেন অর্থমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড৷
এরপরই সব বিরোধী দল জানিয়ে দেয় যে, ট্রুডোর সরকারকে হটাতে তারা একসঙ্গে কাজ করবে৷ শুল্ক আরোপ সংক্রান্ত মার্কিন হুমকি মোকাবিলার জন্য একটি স্থিতিশীল সরকার প্রয়োজন বলে মনে করছে তারা৷
সবশেষ ২০২১ সালের নির্বাচনে ৩৩৮ আসনের মধ্যে ১৬০টি জেতে ট্রুডোর দল৷ কিন্তু এককভাবে সরকার গঠনের জন্য প্রয়োজন ছিল ১৭০ আসন৷ তাই মাইনোরিটি সরকার পরিচালনা করছেন ট্রুডো৷ ২০২৫ সালের ২০ অক্টোবরের আগে পরবর্তী নির্বাচন হওয়ার কথা৷
তার আগে দলকে শক্তিশালী করতে নতুন নেতৃত্ব প্রয়োজন বলে মনে করছেন লিবারের পার্টির নেতারা৷ সেই পথ তৈরি করতে ট্রুডোর পদত্যাগ করা উচিত বলে একমত হয়েছেন দেশটির ১০টি রাজ্যের মধ্যে সবচেয়ে জনবহুল অন্টারিও রাজ্যের ৫০-এর বেশি লিবারেল সাংসদ৷ শনিবার তারা নিজেদের মধ্যে আলোচনা করে এমন সিদ্ধান্তে পৌঁছান বলে জানিয়েছে ক্যানাডিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশন সিবিসি৷ ‘‘এই মুহূর্তে নেতৃত্ব পরিবর্তন আনা ছাড়া আর কোনো বিকল্প নেই,'' বলে রোববার সিবিসিকে জানান লিবারেল সাংসদ চন্দ্রা আরিয়া৷ ট্রুডোর ঘনিষ্ঠ বলে পরিচিত তিনি৷
ট্রুডো পদত্যাগ করলে লিবারেল পার্টির দায়িত্বে যারা আসতে পারেন, তাদের মধ্যে আছেন সদ্য পদত্যাগ করা অর্থমন্ত্রী ফ্রিল্যান্ড, পররাষ্ট্রমন্ত্রী মেলানি জোলি, উদ্ভাবন বিষয়ক মন্ত্রী ফ্রঁসোয়া-ফিলিপ শম্পানিয়া ও কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গভর্নর মার্ক কার্নি৷
তবে পদত্যাগের ব্যাপারে এখনও আগ্রহ দেখাননি ট্রুডো৷ লিবারেল পার্টির একটি সূত্রের বরাতে দ্য গ্লোব অ্যান্ড মেল পত্রিকা জানিয়েছে, পরিবারের সঙ্গে বড়দিন পালনের পর ট্রুডো ছুটি কাটাতে ব্রিটিশ কলম্বিয়া রাজ্যে যাবেন৷
লিবারেল পার্টির একটি সূত্র গতসপ্তাহে রয়টার্সকে জানিয়েছে, বড়দিন ও নববর্ষের ছুটিতে নিজের ভবিষ্যৎ নিয়ে ভাববেন ট্রুডো৷
জরিপ বলছে, নির্বাচনে বর্তমান বিরোধী দল কনজারভেটিভ পার্টির কাছে ট্রুডোর লিবারেল পার্টির ভরাডুবি হবে৷
ট্রুডো পদত্যাগ না করলে অনাস্থা ভোটের ডাক দেওয়া হতে পারে৷ মার্চেই সেটি হতে পারে৷ সেই ভোটে ট্রুডোর হারা প্রায় নিশ্চিত৷
জেডএইচ/এসিবি (রয়টার্স)