‘নাসিক নির্বাচনে শামীম ওসমানকে কেউ পক্ষে টানতে চান না’
১৪ জানুয়ারি ২০২২অন্যদিকে ‘পেশিশক্তির বিবেচনায়’ শামীম ওসমানকে এই নির্বাচনে বড় ফ্যাক্টর বলে মনে করেন জি-৯-এর সাধারণ সম্পাদক ডা. সাখাওয়াত হোসেন সায়ন্ত৷
আগামী রোববার বাংলাদেশের নারায়ণগঞ্জে সিটি কর্পোরেশন নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে৷ এই নির্বাচন ঘিরে তৈরি হয়েছে নানা বিতর্ক৷ বিএনপি শুরুতেই নির্বাচনে অংশ না নেয়ার সিদ্ধান্তের ঘোষণা দিয়েছে৷ যদিও মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়াইয়ে রয়েছেন দলটির নেতা অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার৷ এই বিষয়ে অতীতের অভিজ্ঞতায় বিএনপি সঠিক সিদ্ধান্ত নিয়েছে বলেই মনে করেন জি-৯-এর সাধারণ সম্পাদক ডা. সাখাওয়াত হোসেন সায়ন্ত৷
‘ডয়চে ভেলে খালেদ মুহিউদ্দীন জানতে চায়’ ইউটিউব টকশোতে অংশ নিয়ে তিনি বলেন, ‘‘নারায়ণগঞ্জে নির্বাচনে শুধু রাজনৈতিক দলগুলোর মেরুকরণ নয়, স্থানীয়, ব্যক্তিকেন্দ্রিক, গোষ্ঠীকেন্দ্রীক যে দ্বন্দ্ব সেটিও অনেক সময় প্রাধাণ্য পায়৷ নারায়ণগঞ্জ খেলার জায়গা, সেই খেলায় বিএনপি অংশগ্রহণ করে নিজেকে আবার খেলো মনে করা বিএনপির নীতিনির্ধারকরা সঠিক মনে করেননি৷’’
বিএনপি অংশ না নিলেও এই নির্বাচন এরিমধ্যে অনেক আলোচনার জন্ম দিয়েছে, যার কেন্দ্রে রয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান৷ আওয়ামী লীগের প্রার্থী সেলিনা হায়াৎ আইভীর অভিযোগ স্বতন্ত্র মেয়র প্রার্থী খন্দকার তৈমুর আলম তার প্রার্থী৷ সেটি অস্বীকার করে সংবাদ সম্মেলনে নৌকার পক্ষে কাজ করার কথা বললেও তার সমর্থন প্রত্যাখ্যান করেছেন আইভী৷ অন্যদিকে তৈমুর আলম খন্দকারও শামীম ওসমানের সহায়তা নেয়ার কথা অস্বীকার করেছেন৷
সাংবাদিক প্রভাষ আমিন মনে করেন, এই নির্বাচনে কেউ শামীম ওসমানকে পক্ষে টানতে চাইছেন না৷ তিনি বলেন, ‘‘শামীম ওসমান টেবিল টেনিস বলের মতো হয়ে গেছেন দুই পক্ষই তাকে একে অপরের দিকে ঠেলে দিতে চাইছেন৷ শামীম ওসমানের ছোট হোক, বড় হোক যে ভোট ব্যাংকটা আছে সেটা গুরুত্বপূর্ণ, নাকি শামীম ওসমানকে গালি দিয়ে শামীম ওসমানের প্রতিপক্ষ বা সুশীল সমাজের যে ভোট সেটা টানা গুরুত্বপূর্ণ, সেটা নিয়ে একটা হিসাব নিকাশ চলছে৷''
অন্যদিকে সাখাওয়াত হোসেন সায়ন্ত বলেন, ‘‘পেশি শক্তির দিক থেকে বিবেচনায় শামীম ওসমান অবশ্যই বড় ফ্যাক্টর৷ ...কিন্তু শামীম ওসমানের যে ইমেজ এবং অতীত কর্মকাণ্ড তার কারণে বিএনপি জামাত আওয়ামী লীগের একটি অংশ এবং আইভী রহমানের অনুসারী বিরাট একটি অংশ যারা ভোটার সেই সংখ্যাটাকে ডা. সেলিনা হায়াৎ আইভী বড় মনে করছেন৷ যে কারণে তিনি প্রকাশ্যে গালি দিয়ে ঐ অংশটাকে খুশি রেখে ভোট পেতে চান৷’’
প্রভাষ আমিন মনে করেন নৌকা প্রতীক পেলেই কোন প্রার্থী জিতে যাবেন প্রচলিত এই ধারণাটি সম্প্রতি ইউনিয়ন পরিষদ নির্বাচনে কেটে গেছে৷ এক্ষেত্রে নারায়ণগঞ্জে কী হবে তা রোববারই বোঝা যাবে৷
এফএস/জেডএ