নারায়ণগঞ্জে গডফাদার গডমাদার বিতর্ক
১০ জানুয়ারি ২০২২আর শেষ পর্যন্ত সোমবার শামীম ওসমানও সংবাদ সম্মেলন করে এই ‘‘গডফাদার’’ বিতর্কের জবাব দেয়ার চেষ্টা করেছেন৷
আওয়ামী লীগ নেতা ও নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমানকে "গডফাদার” বলে প্রথম বিতর্ক উসকে দেন আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী ও আওয়ামী লীগ নেতা সেলিনা হায়াৎ আইভী৷ দুইদিন আগে আইভী তৈমুরকে উদ্দেশ্য করে বলেন, ‘‘উনি (তৈমুর) শামীম ওসমান ও সেলিম ওসমানের প্রার্থী৷ উনি অন্য কারুর প্রার্থী নন, বিএনপিরও নন, স্বতন্ত্রও নন৷ তৈমুর আলম খন্দকার যে গডফাদার শামীম ওসমানের প্রার্থী তার প্রমাণ হয়েছে৷ জাতীয় পার্টির সেলিম ওসমানের চারজন ইউপি চেয়ারম্যান তৈমুরের নির্বাচনী প্রচারে অংশ নিয়েছেন৷’’
প্রসঙ্গত, সেলিম ওসমান জাতীয় পার্টির সংসদ সদস্য এবং শামীম ওসমানের ভাই৷
একই দিন আইভীর কথার জবাব দেন হাতি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী এবং বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা পদ থেকে সদ্য অব্যাহতি পাওয়া তৈমুর আলম খন্দকার৷ তিনি বলেন ‘‘আমি তো আওয়ামী লীগের ভোটও চাই৷ প্রধানমন্ত্রীর ভোটও চাই৷ যাদের নাম উনি বলেছেন তারা তো এমপি, জনপ্রতিনিধি তাদের সমর্থনও তো আমি চাই৷ তাদের সাথে আমার পার্সোনাল কোনো আন্ডারস্ট্যান্ডিং নাই৷’’
তৈমুর আলম খন্দকার নির্বাচনী প্রচারে সোমবার সকালে আবার আইভীকে ‘‘গডমাদার’’ বলেছেন ৷ এর জবাবে আইভী বলেন, ‘‘উনি তো গডফাদারের কোলে গিয়ে বসেছেন৷ উনি তো গডফাদারের বাইরে কেউ নন৷ উনি আমাকে গডমাদার বলে খুব খারাপ কাজ করেছেন৷ কারণ ওনাকে আমি তো এরকম কিছু বলি নাই৷’’
দুই প্রার্থীর এই ‘‘গডফাদার’’ আর ‘‘গডমাদার’’ বিতর্কের মধ্যে সোমবার দুপুরে শামীম ওসমান নারায়ণগঞ্জে এক সংবাদ সম্মেলন করে তার অবস্থা ব্যাখ্যা করার চেষ্টা করেন৷
সংবাদ সম্মেলন করে তিনি নৌকা প্রতীকের প্রতি তার সমর্থন জানিয়ে বলেছেন,‘‘যেহেতু আমি সংসদ সদস্য তাই কোনো প্রার্থীর পক্ষে আমি প্রচার চালাতে পারি না৷ আমাদের প্রতীক নৌকা৷ কোনো ব্যক্তি আমার কাছে মুখ্য নয়৷ আমাদের সব নেতা-কর্মী নৌকার জন্য কাজ করছেন৷ এত দিন আমি নামতে পারিনি সত্য৷ এবার নামব৷ আমার অনেক ব্যথা, কষ্ট আছে৷ নির্বাচনের পর তা বলব৷’’
তাকে গডফাদার অভিহিত করার জবাবে তিনি বলেন, ‘‘এখন যদি কারো ইচ্ছা হয় তবে আজকে আমাকে গডফাদার বলবে, দুইদিন আগে যার ইচ্ছা হয়েছে তিনি আমাকে ফাদার বলেছেন৷ তিনদিন আগে বলতে ইচ্ছে হয়েছে, ব্রাদার বলেছেন৷ এখন যদি কারুর ইচ্ছা হয় আজকে তোমাকে ব্রাদার বলব, কালকে তোমাকে ফাদার বলব, পরশু তোমাকে গডফাদার বলব৷ ভাই যা বলার বলেন, গডমাদার বলবেন না৷ আই ডোন্ট কেয়ার কে কী বলল৷ এত আমারা কিছু যায় আসে না৷’’
কেন বিতর্কের কেন্দ্রে শামীম ওসমান?
আগামী ১৬ জানুয়ারি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন৷ মেয়র ছাড়াও ২৭টি ওয়ার্ডে কাউন্সিলর পদে নির্বাচন হবে৷ নির্বাচনে ছয়জন মেয়র প্রার্থী থাকলেও মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে নৌকা প্রতীকের সেলিনা হায়াৎ আইভী এবং স্বতন্ত্র হাতি প্রতীকের তৈমুর আলম খন্দকারের মধ্যে৷
বিএনপির সিদ্ধান্তের বাইরে গিয়ে তৈমুর আলম খন্দকার নির্বাচন করায় তাকে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা এবং জেলা বিএনপির আহ্বায়কের পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে৷ তাই তিনি স্বতন্ত্র প্রার্থী৷
স্বতন্ত্র প্রার্থী হিসেবে তৈমুর আলম খন্দকার যেমন নারায়ণগঞ্জ আওয়ামী লীগের প্রভাবশালী নেতা শামীম ওসমানের সমর্থন চাইছেন৷ তেমনি আইভী চাইছেন শামীম ওসমান তার দলের নেতা হয়ে যেন দলের প্রার্থীর বিরুদ্ধে অবস্থান না নেন৷ কারণ জেলা আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ নেতা ও কর্মীদের বড় একটি অংশ শামীম ওসমানের অনুসারী৷
তৈমুর আলম খন্দকারের নির্বাচন সমন্বয়কারী ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এবিএম কামাল বলেন,‘‘আমরা আওয়ামী লীগের মধ্যে যে দ্বন্দ্ব আছে তা কাজে লাগাতে চাই৷ তৈমুর আলমকে দল অব্যাহতি দিলেও আমরা বিএনপির লোকজন তাকে ছেড়ে যায়নি৷ বিএনপির ভোট ব্যাংক তার আছে৷ আর মানুষের মধ্যে এখন নৌকা বিরোধী যে মনোভাব আছে তাও কাজে লাগবে৷’’
তার কথা,‘‘এতদিন আইভী বিএনপি জামায়াতের যে ভোট পেত তা তিনি পাবেন না বলে মনে করি৷ শামীম ওসমানকে নিয়ে আইভী একটা নাটক করছেন৷ ভোট বাড়াতে৷ আমরা তো চাইব শামীম ওসমানের লোকজনও আমাদের ভোট দিক৷ আমরা কি মানা করব? আর শামীম ওসমান এখন আর আগের ইমেজে নেই৷ তিনি নিজেকে পরিবর্তন করেছেন’’
সেলিনা হায়াৎ আইভীর নির্বাচন সমন্বয়কারী এবং মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন বলেন, ‘‘শামীম ওসমান কোনো ফ্যাক্টর নয়৷ তবে তার সমর্থন আমরা চাই৷ কারণ দলের লোক হয়ে দলীয় প্রার্থীর বিরুদ্ধে গেলে নেতা-কর্মীদের মধ্যে বিভ্রান্তি হয়৷ আইভী দুইবারে মেয়র৷ এবার তৃতীয়ারের মত তিনি নির্বাচন করছেন৷ তিনি সিটি এলাকায় ভালো কাজ করেছেন৷ আর এখানকার ৫০ ভাগ নারী ভোটার৷ আইভীর প্রতি নারীদের বরাবরের সমর্থন আছে৷ আর তিনি শেখ হাসিনার মনোনীত প্রার্থী’’
তার অভিযোগ, ‘‘শামীম ওসমান যাদের জন্য মনোনয়ন চেয়েছিলেন তারা মনোনয়ন পাননি৷ এজন্য তিনি কলকাঠি নাড়ছেন৷ তবে আজকের সংবাদ সম্মেলনের পর তাকে আমরা বিশ্বাস করতে চাই৷ কিন্তু মনের ভিতরে কী আছে তা তো বলতে পারব না৷’’
সেলিনা হায়াৎ আইভী প্রথমবার স্বতন্ত্র নির্বাচন করে মেয়র হন৷ তখন শামীম ওসমান আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নির্বাচন করে হেরে যান৷ এর পরের বার আইভী আওয়ামী লীগের মনোনয়ন পান৷ তখনো শামীম ওসমান অনুসারীরা বিরুদ্ধে কাজ করে বলে জানা যায়৷ স্থানীয় লোকজন জানান এই দুই পরিবারের মধ্যে বৈরিতা অনেক পুরনো৷ দুই পরিবারই আওয়ামী লীগের হলেও এই বৈরিতা যেন শেষ হওয়ার নয়৷