1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নারায়ণগঞ্জে গডফাদার গডমাদার বিতর্ক

১০ জানুয়ারি ২০২২

নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে শেষ পর্যন্ত শামীম ওসমানই  ফ্যাক্টর হয়ে উঠেছেন৷ মেয়র পদে প্রধান দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থী সেলিনা হায়াৎ আইভী এবং  তৈমুর আলম খন্দকার তাকে নিয়েই এখন বাক যুদ্ধে লিপ্ত৷

https://p.dw.com/p/45LhV
Bangladesch Narayanganj - Unterstützer der Parteiführer Selina Hayat Ivy und Shamim Osman geraten aneinander
আওয়ামী লীগ নেতা শামীম ওসমান ও সেলিনা হায়াৎ আইভীর সমথর্কদের মধ্যে সংঘর্ষ৷ ২০১৮ সালের জানুয়ারির ছবি৷ ছবি: bdnews24.com

আর শেষ পর্যন্ত সোমবার শামীম ওসমানও সংবাদ সম্মেলন করে এই ‘‘গডফাদার’’ বিতর্কের জবাব দেয়ার চেষ্টা করেছেন৷

আওয়ামী লীগ নেতা ও নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমানকে "গডফাদার” বলে প্রথম বিতর্ক উসকে দেন আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী ও আওয়ামী লীগ নেতা সেলিনা হায়াৎ আইভী৷ দুইদিন আগে আইভী তৈমুরকে উদ্দেশ্য করে  বলেন, ‘‘উনি (তৈমুর) শামীম ওসমান ও সেলিম ওসমানের প্রার্থী৷ উনি অন্য কারুর প্রার্থী নন, বিএনপিরও নন, স্বতন্ত্রও নন৷ তৈমুর আলম খন্দকার যে গডফাদার শামীম ওসমানের প্রার্থী তার প্রমাণ হয়েছে৷ জাতীয় পার্টির সেলিম ওসমানের চারজন ইউপি চেয়ারম্যান তৈমুরের নির্বাচনী প্রচারে অংশ নিয়েছেন৷’’

প্রসঙ্গত, সেলিম ওসমান জাতীয় পার্টির সংসদ সদস্য এবং শামীম ওসমানের ভাই৷

একই দিন আইভীর কথার জবাব দেন হাতি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী এবং বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা পদ থেকে সদ্য অব্যাহতি পাওয়া তৈমুর আলম খন্দকার৷ তিনি বলেন ‘‘আমি তো আওয়ামী লীগের ভোটও চাই৷ প্রধানমন্ত্রীর ভোটও চাই৷ যাদের নাম উনি বলেছেন তারা তো এমপি, জনপ্রতিনিধি তাদের সমর্থনও তো আমি চাই৷ তাদের সাথে আমার পার্সোনাল কোনো আন্ডারস্ট্যান্ডিং নাই৷’’

তৈমুর আলম খন্দকার নির্বাচনী প্রচারে সোমবার  সকালে আবার আইভীকে ‘‘গডমাদার’’ বলেছেন ৷ এর জবাবে আইভী বলেন, ‘‘উনি তো গডফাদারের কোলে গিয়ে বসেছেন৷ উনি তো গডফাদারের বাইরে কেউ নন৷ উনি আমাকে গডমাদার বলে খুব খারাপ কাজ করেছেন৷ কারণ ওনাকে আমি তো এরকম কিছু বলি নাই৷’’

‘আওয়ামী লীগের মধ্যে যে দ্বন্দ্ব আছে তা কাজে লাগাতে চাই’

দুই প্রার্থীর এই ‘‘গডফাদার’’ আর ‘‘গডমাদার’’ বিতর্কের মধ্যে সোমবার দুপুরে শামীম ওসমান নারায়ণগঞ্জে এক সংবাদ সম্মেলন করে  তার অবস্থা ব্যাখ্যা করার চেষ্টা করেন৷

সংবাদ সম্মেলন করে তিনি নৌকা প্রতীকের প্রতি তার সমর্থন জানিয়ে বলেছেন,‘‘যেহেতু আমি সংসদ সদস্য তাই কোনো প্রার্থীর পক্ষে আমি প্রচার চালাতে পারি না৷ আমাদের প্রতীক নৌকা৷ কোনো ব্যক্তি আমার কাছে মুখ্য নয়৷ আমাদের সব নেতা-কর্মী নৌকার জন্য কাজ করছেন৷ এত দিন আমি নামতে পারিনি সত্য৷ এবার নামব৷ আমার অনেক ব্যথা, কষ্ট আছে৷ নির্বাচনের পর তা বলব৷’’

তাকে গডফাদার অভিহিত করার জবাবে তিনি বলেন, ‘‘এখন যদি কারো ইচ্ছা হয় তবে আজকে আমাকে গডফাদার বলবে, দুইদিন আগে যার ইচ্ছা হয়েছে তিনি আমাকে ফাদার বলেছেন৷ তিনদিন আগে বলতে ইচ্ছে হয়েছে, ব্রাদার বলেছেন৷ এখন যদি কারুর ইচ্ছা হয় আজকে তোমাকে ব্রাদার বলব, কালকে তোমাকে ফাদার বলব, পরশু তোমাকে গডফাদার বলব৷ ভাই যা বলার বলেন, গডমাদার বলবেন না৷ আই ডোন্ট কেয়ার কে কী বলল৷ এত আমারা কিছু যায় আসে না৷’’

কেন বিতর্কের কেন্দ্রে শামীম ওসমান?

আগামী ১৬ জানুয়ারি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন৷ মেয়র ছাড়াও  ২৭টি ওয়ার্ডে কাউন্সিলর পদে নির্বাচন হবে৷ নির্বাচনে ছয়জন মেয়র প্রার্থী থাকলেও মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে নৌকা প্রতীকের সেলিনা হায়াৎ আইভী এবং স্বতন্ত্র হাতি প্রতীকের তৈমুর আলম খন্দকারের মধ্যে৷

বিএনপির সিদ্ধান্তের বাইরে গিয়ে তৈমুর আলম খন্দকার নির্বাচন করায় তাকে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা এবং জেলা বিএনপির আহ্বায়কের পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে৷ তাই তিনি স্বতন্ত্র প্রার্থী৷

স্বতন্ত্র প্রার্থী হিসেবে তৈমুর আলম খন্দকার যেমন  নারায়ণগঞ্জ আওয়ামী লীগের প্রভাবশালী নেতা শামীম ওসমানের সমর্থন চাইছেন৷ তেমনি আইভী চাইছেন শামীম ওসমান তার দলের নেতা হয়ে যেন দলের প্রার্থীর বিরুদ্ধে অবস্থান না নেন৷ কারণ জেলা আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ নেতা ও কর্মীদের বড় একটি অংশ শামীম ওসমানের অনুসারী৷

‘শামীম ওসমানের সমর্থন আমরা চাই’

তৈমুর আলম খন্দকারের নির্বাচন সমন্বয়কারী ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এবিএম কামাল বলেন,‘‘আমরা আওয়ামী লীগের মধ্যে যে দ্বন্দ্ব আছে তা কাজে লাগাতে চাই৷ তৈমুর আলমকে দল অব্যাহতি দিলেও আমরা বিএনপির লোকজন তাকে ছেড়ে যায়নি৷ বিএনপির ভোট ব্যাংক তার আছে৷ আর মানুষের মধ্যে এখন নৌকা বিরোধী যে মনোভাব আছে তাও কাজে লাগবে৷’’

তার কথা,‘‘এতদিন আইভী বিএনপি জামায়াতের যে ভোট পেত তা তিনি পাবেন না বলে মনে করি৷ শামীম ওসমানকে নিয়ে আইভী একটা নাটক করছেন৷ ভোট বাড়াতে৷ আমরা তো চাইব শামীম ওসমানের লোকজনও আমাদের ভোট দিক৷ আমরা কি মানা করব? আর শামীম ওসমান এখন আর আগের ইমেজে নেই৷ তিনি নিজেকে পরিবর্তন করেছেন’’

সেলিনা হায়াৎ আইভীর নির্বাচন সমন্বয়কারী এবং মহানগর আওয়ামী লীগের  সভাপতি আনোয়ার হোসেন বলেন, ‘‘শামীম ওসমান কোনো ফ্যাক্টর নয়৷ তবে তার সমর্থন আমরা চাই৷ কারণ দলের লোক হয়ে দলীয় প্রার্থীর বিরুদ্ধে গেলে নেতা-কর্মীদের মধ্যে বিভ্রান্তি হয়৷ আইভী দুইবারে মেয়র৷ এবার তৃতীয়ারের মত তিনি নির্বাচন করছেন৷ তিনি সিটি এলাকায় ভালো কাজ করেছেন৷ আর এখানকার ৫০ ভাগ নারী ভোটার৷ আইভীর প্রতি নারীদের বরাবরের সমর্থন আছে৷ আর তিনি শেখ হাসিনার মনোনীত  প্রার্থী’’

তার অভিযোগ, ‘‘শামীম ওসমান যাদের জন্য মনোনয়ন চেয়েছিলেন তারা মনোনয়ন পাননি৷ এজন্য তিনি কলকাঠি নাড়ছেন৷ তবে আজকের সংবাদ সম্মেলনের পর তাকে আমরা বিশ্বাস করতে চাই৷ কিন্তু  মনের ভিতরে কী আছে তা তো বলতে পারব না৷’’

সেলিনা হায়াৎ আইভী প্রথমবার স্বতন্ত্র নির্বাচন করে মেয়র হন৷ তখন শামীম ওসমান আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নির্বাচন করে হেরে যান৷ এর পরের বার আইভী আওয়ামী লীগের মনোনয়ন পান৷ তখনো শামীম ওসমান অনুসারীরা বিরুদ্ধে কাজ করে বলে জানা যায়৷ স্থানীয় লোকজন জানান এই দুই পরিবারের মধ্যে বৈরিতা অনেক পুরনো৷ দুই পরিবারই আওয়ামী লীগের হলেও এই বৈরিতা যেন শেষ হওয়ার নয়৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য