নারী সাংসদরা যৌনবৈষম্যের শিকার
২৬ অক্টোবর ২০১৬ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ)-এর করা এই জরিপ বলছে, অনলাইনেও নারী সাংসদরা অবমাননার শিকার হন৷ জেনেভা ভিত্তিক এই সংগঠনের সদস্য ১৭১টি দেশের জাতীয় সংসদ৷
বিশ্বের পাঁচটি অঞ্চলের ৩৯টি দেশের ৫৫ জন নারী সাংসদের সঙ্গে কথা বলে জরিপের ফলাফল প্রকাশ করা হয়৷ সব বয়সের সাংসদরা এতে অংশ নেন৷
৪৪.৪ শতাংশ নারী সাংসদ বলেছেন, তাঁরা দায়িত্ব পালন করতে গিয়ে প্রাণহানি, ধর্ষণ, প্রহার কিংবা অপহৃত হওয়ার হুমকি পেয়েছেন৷
আইপিইউ বলছে, জরিপের ফল এটিই প্রমাণ করছে যে, সব এলাকার নারী সাংসদরাই কমবেশি বৈষম্য ও সহিংসতার শিকার হন৷
জরিপে অংশগ্রহণকারীরা বলেছেন, অধিকাংশ ক্ষেত্রে বিরোধী, এমনকি নিজ দলের পুরুষ সহকর্মীদের কাছ থেকে এমন আচরণ পেয়েছেন তাঁরা৷
নারী সাংসদের বয়স ৪০ এর নীচে হলে, তিনি বিরোধী দলের কিংবা কোনো সংখ্যালঘু সম্প্রদায়ের হলে, বৈষম্য ও হয়রানির পরিমাণ আরও বেড়ে যায় বলে প্রতিবেদনে বলা হয়েছে৷
সাব-সাহারা আফ্রিকা, এশিয়া, ইউরোপ ও মধ্যপ্রাচ্যের নারী সাংসদরা বলছেন, মাঝেমধ্যে অনলাইনে তাঁদের নগ্ন ছবি প্রকাশ করা হয়েছে, সেইসঙ্গে জুড়ে দেয়া হয়েছে অসম্মানজনক মন্তব্য৷
উল্লেখ্য, নারী সাংসদদের নিয়ে এ ধরণের প্রতিবেদন এটিই প্রথম৷
সারা বিশ্বে সাংসদের সংখ্যা প্রায় ৪৬ হাজার৷ এর মধ্যে ২২.৮ শতাংশ নারী৷
জেডএইচ/এসিবি (রয়টার্স)
প্রিয় পাঠক, আপনার কি কিছু বলার আছে? জানান নীচে মন্তব্যের ঘরে৷