নারীর নিজের বাড়ি কোনটি?
৮ মার্চ ২০১৯বিজ্ঞাপন
ভিডিওটি প্রায় দুই মিনিটের৷ শুরুর প্রশ্ন ছিল, ‘‘আপনার বাপের বাড়ি কোথায়?'' উত্তর আসে কারো বাকুড়া, কারো বর্ধমান, বাবুইহাটি, বাসন্তী, কারওবা আগরতলা, হরিদাসপুর৷ পরের প্রশ্ন, ‘‘আপনার শ্বশুরবাড়ি?'' কেউ জানালেন ঢাকার গাজীপুরে, কারো গড়িয়া, চট্টগ্রাম, বশিরহাটে৷
তৃতীয় প্রশ্নটি ছিল, ‘‘আর আপনার বাড়ি?'' এবার আর চট করে কেউ উত্তর দিতে পারলেন না৷ কেউ ভেবে জানালেন, ‘‘নিজের বাড়ি বলতে তো শ্বশুরবাড়িই হয়৷'' কেউ বললেন, ‘‘মেয়েদের নিজের বাড়ি বলে কিছু তো হয় না! '' নারী দিবস উপলক্ষে প্রায় দুই মাস আগে নিজেদের ফেসবুক পাতায় ভিডিওটি প্রকাশ করে উইন্ডোজ প্রোডাকশন হাউস৷ ভিডিওর শেষে বলা হয়েছে এই ৮ মার্চ, আপনার নিজের বাড়ি খোঁজার দিন৷
এ পর্যন্ত এটি দেখা হয়েছে ২ লাখ ৮৫ হাজার বার৷ শেয়ার হয়েছে প্রায় ১০ হাজার বার৷
এফএস/জেডএইচ