সচেতনতামূলক যে বিজ্ঞাপন ভাইরাল হলো
১০ মার্চ ২০১৭বিজ্ঞাপনে দেখা যায়, এক তরুণী সেলুনে গিয়ে তার চুল ছোট করে দিতে বলছেন৷ এমনই ছোট যেন হাতের মুঠি দিয়ে ধরা না যায়৷ নির্যাতন থেকে মুক্তি পেতে যে তিনি এমন অনুরোধ করছেন সেটি স্পষ্ট বোঝা গেছে৷ বিজ্ঞাপনের এই পর্যায়ে এসে নারী নির্যাতন বিষয়ক একটি পরিসংখ্যান তুলে ধরা হয়৷ বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর ‘ভায়োলেন্স এগেইনস্ট উইমেন সার্ভে ২০১৫’ শীর্ষক দ্বিতীয় জরিপ থেকে তথ্যটি নেয়া হয়েছে৷ এতে বলা হয়, বাংলাদেশ প্রতি ১০০ জনে ৮০ জন নারীই জীবনে কোনো না কোনোভাবে নির্যাতনের শিকার হন৷ এছাড়া স্বামীর নির্যাতনের শিকার হলেও ৭২ দশমিক ৭ শতাংশ নারী তাঁদের ওপর নির্যাতনের কথা কখনোই অন্যদের জানাননা বলেও ঐ জরিপে জানা গেছে৷ ভাইরাল এই ভিডিওতে নির্যাতন নিয়ে মুখ খুলতে নারীদের প্রতি আহ্বান জানানো হয়৷ শেষে একটি টোল ফ্রি নম্বর দিয়ে যে কোনো পরামর্শ ও সহায়তার জন্য সেখানে ফোন করতে বলা হয়৷ নম্বরটি হচ্ছে ০৮০০০৮৮৮০০০৷
চারদিন আগে নিজেদের ফেসবুক পাতায় ভিডিওটি শেয়ার করে জুঁই কর্তৃপক্ষ৷ এখন পর্যন্ত সেটি ২৯ লক্ষের বেশিবার দেখা হয়েছে৷ শেয়ার হয়েছে ৬৫ হাজারেরও বেশিবার৷ আর মন্তব্য এসেছে পাঁচ হাজারের বেশি৷ শেখ মনজুরুল ইসলাম লিখেছেন, ‘‘দেখেই চোখে পানি আসলো৷ কথা দিলাম আমি আমার ছেলেকে শেখাবো কিভাবে সবাইকে সম্মান করতে হয়...৷’’ তবে বিজ্ঞাপনের বিষয় নিয়ে সন্তুষ্ট নয় নাসরিন সুলতানা কেয়া৷ তিনি লিখেছেন, ‘‘সরি, আমি খুশি হতে পারলাম না৷ আমার খুব রাগ হয়েছে৷ মেয়েদের এত ছোট করে কেনে দেখা হলো? আমাদের চিন্তা হবে পজিটিভ৷ এই যুগে এসেও যদি স্বামীর অত্যাচার হতে বাঁচতে নিজের চুল বিসর্জন দিতে হয় এর চেয়ে লজ্জা আর কিছু কি আছে?’’
জেডএইচ/ডিজি