1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সচেতনতামূলক যে বিজ্ঞাপন ভাইরাল হলো

১০ মার্চ ২০১৭

বাংলাদেশে একটি চুলের তেল উৎপাদনকারী কোম্পানির আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে নির্মাণ করা বিজ্ঞাপন ভাইরাল হয়েছে৷ নির্যাতনের ব্যাপারে মুখ খুলতে নারীদের আহ্বান জানানো হয়েছে এতে৷

https://p.dw.com/p/2YxTW
Screenshot: youtube Jui Beautiful Hair: Jui Women's Day TVC 2017
ছবি: YouTube/Jui Beautiful Hair

বিজ্ঞাপনে দেখা যায়, এক তরুণী সেলুনে গিয়ে তার চুল ছোট করে দিতে বলছেন৷ এমনই ছোট যেন হাতের মুঠি দিয়ে ধরা না যায়৷ নির্যাতন থেকে মুক্তি পেতে যে তিনি এমন অনুরোধ করছেন সেটি স্পষ্ট বোঝা গেছে৷ বিজ্ঞাপনের এই পর্যায়ে এসে নারী নির্যাতন বিষয়ক একটি পরিসংখ্যান তুলে ধরা হয়৷ বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর ‘ভায়োলেন্স এগেইনস্ট উইমেন সার্ভে ২০১৫’ শীর্ষক দ্বিতীয় জরিপ থেকে তথ্যটি নেয়া হয়েছে৷ এতে বলা হয়, বাংলাদেশ প্রতি ১০০ জনে ৮০ জন নারীই জীবনে কোনো না কোনোভাবে নির্যাতনের শিকার হন৷ এছাড়া স্বামীর নির্যাতনের শিকার হলেও ৭২ দশমিক ৭ শতাংশ নারী তাঁদের ওপর নির্যাতনের কথা কখনোই অন্যদের জানাননা বলেও ঐ জরিপে জানা গেছে৷ ভাইরাল এই ভিডিওতে নির্যাতন নিয়ে মুখ খুলতে নারীদের প্রতি আহ্বান জানানো হয়৷ শেষে একটি টোল ফ্রি নম্বর দিয়ে যে কোনো পরামর্শ ও সহায়তার জন্য সেখানে ফোন করতে বলা হয়৷ নম্বরটি হচ্ছে ০৮০০০৮৮৮০০০৷

চারদিন আগে নিজেদের ফেসবুক পাতায় ভিডিওটি শেয়ার করে জুঁই কর্তৃপক্ষ৷ এখন পর্যন্ত সেটি ২৯ লক্ষের বেশিবার দেখা হয়েছে৷ শেয়ার হয়েছে ৬৫ হাজারেরও বেশিবার৷ আর মন্তব্য এসেছে পাঁচ হাজারের বেশি৷ শেখ মনজুরুল ইসলাম লিখেছেন, ‘‘দেখেই চোখে পানি আসলো৷ কথা দিলাম আমি আমার ছেলেকে শেখাবো কিভাবে সবাইকে সম্মান করতে হয়...৷’’ তবে বিজ্ঞাপনের বিষয় নিয়ে সন্তুষ্ট নয় নাসরিন সুলতানা কেয়া৷ তিনি লিখেছেন, ‘‘সরি, আমি খুশি হতে পারলাম না৷ আমার খুব রাগ হয়েছে৷ মেয়েদের এত ছোট করে কেনে দেখা হলো? আমাদের চিন্তা হবে পজিটিভ৷ এই যুগে এসেও যদি স্বামীর অত্যাচার হতে বাঁচতে নিজের চুল বিসর্জন দিতে হয় এর চেয়ে লজ্জা আর কিছু কি আছে?’’

জেডএইচ/ডিজি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য