নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা
২৩ সেপ্টেম্বর ২০১১১৭টি ওয়ার্ড নিয়ে গঠিত নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের তফসিল ঘোষণার সময় প্রধান নির্বাচন কমিশনার ড. এটিএম শামসুল হুদা জানান, কমিশন তার নিজস্ব কর্মকর্তাকে রিটার্নিং অফিসার করে আরো ৯ জন জেলা নির্বাচন কর্মকর্তাকে দিয়ে এই নির্বাচন পরিচালনা করবে৷ প্রতিটি ওয়ার্ডে একজন ম্যাজিষ্ট্রেটসহ থাকবে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা৷ সেনাবাহিনী মোতায়েনের ইচ্ছা নেই কমিশনের৷ তিনি জানান, ২রা অক্টোবর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ধার্য করা হয়েছে৷
প্রধান নির্বাচন কমিশনার জানান, প্রার্থীরা কোনরকম শো-ডাউন করে নির্বাচনের মনোনয়নপত্র জমা দিতে পারবেনা৷ মিছিল সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে, তবে ঘরোয়া মিটিং আর পথসভা করা যাবে৷ আর নির্বাচনী আইন লঙ্ঘন করলে কমিশন প্রার্থিতা বাতিলের মত সিদ্ধান্ত নিতে পারে৷
নরায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে ৯টি ওয়ার্ডে ইলেকট্রনিক ভোটিং পদ্ধতি ব্যবহারের সিদ্ধান্তের কথা জানিয়ে ড. এটিএম শামসুল হুদা জানান, এরজন্য ব্যাপক প্রচার প্রচারণা চালানো হবে৷ আর ভোট গণনার সময় প্রার্থীর মনোনীত এজেন্ট ছাড়া কোন রাজনৈতিক নেতা বা প্রভাবশালী কেউ থাকতে পারবেন না কেন্দ্রের ভিতরে৷
প্রধান নির্বাচন কমিশনার আরো জানান, প্রশাসন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন প্রভাবিত করছে এমন কোন অভিযোগ উঠলে প্রশাসনে রদবদলের কথা ভাববে কমিশন৷
এদিকে বৃহস্পতিবার এই তফসিল ঘোষণার পর নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকায় সম্ভাব্য প্রার্থীরা তৎপর হয়ে উঠেছেন৷ তারা ভোটারদের দোয়া নেয়া শুরু করছেন৷
প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা
সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক