নারায়ণগঞ্জে আইভী, তৈমুরের পালটাপালটি অভিযোগ
১৪ জানুয়ারি ২০২২অন্যদিকে অভিযানের নামে তৈমুর সমর্থক নেতা-কর্মীদের গ্রেপ্তারের অভিযোগ করা হয়েছে৷ তবে আইভীর পক্ষ থেকে বলা হচ্ছে, পুলিশ বিভিন্ন মামলার আসামি, সন্ত্রাসী চাঁদাবাজদের গ্রেপ্তার করছে৷ দুই পক্ষই নির্বাচনের দিন সহিংসতারও আশঙ্কা করছে৷
শুক্রবার ছিলো নির্বাচনি প্রচারের শেষ দিন৷ প্রার্থীরা সারা দিনই মাঠে ছিলেন৷ ভোট চেয়েছেন৷ কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি৷ যে যার মতো প্রচার চালিয়েছেন৷ নির্বাচন কমিশন বলছে, এপর্যন্ত প্রচার প্রচারণায় আচরণ বিধি লঙ্ঘনের বড় কোনো অভিযোগ তারা পাননি৷ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন যাতে হয় সেজন্য তারা সব প্রস্তুতি নিয়েছেন৷
তৈমুর আলম খন্দকারের নির্বাচন সমন্বয়কারী ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এবিএম কামাল হোসেন শুক্রবার অভিযোগ করেন, ‘‘পুলিশ নানা অভিযানের নামে গভীর রাতে বাড়ি বাড়ি গিয়ে আমাদের নেতা-কর্মীদের গ্রেপ্তার করছে৷ থানা পর্যায়ের কয়েকজন নির্বাচন সমন্বয়কারীকে আটক করা হয়েছে৷ ছাত্রদল, যুবদলের নেতা-কর্মীদের আটক করা হচ্ছে৷ এতে ভয়ের পরিবেশ তৈরি হচ্ছে৷ তারা আমাদের চাপে রাখতে চাইছে৷ আর আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা নারায়ণগঞ্জে গিয়ে নির্বাচনের পরিবেশ খারাপ করেছেন৷ তাদের নানা বিতর্কিত কথায় ভোটাররা ভয়ের মধ্যে আছেন৷ মাঠে নামতে দেয়া হবে না, ঘুঘু দেখেছেন ফাঁদ দেখেননি - এই ধরনের কথা খারাপ পরিস্থিতির সৃষ্টি করেছে৷ তারা বৃহস্পতিবার রাতেও ডিসি এবং রিটানিং অফিসারের সঙ্গে বৈঠক করেছেন৷’’
তিনি অভিযোগ করেন, ‘‘সেলিনা হায়াৎ আইভীর পক্ষে সিটি কর্পোরেশনের ঠিকাদার সিন্ডিকেট শুরু থেকেই মাঠে নেমে কালো টাকা ছাড়াচ্ছে৷ তাদের কোটি কোটি টাকা আছে৷ তারা চাইছে এই কালো টাকা দিয়ে ভোটের ফল নিজেদের পক্ষে নিতে৷’’
এই নির্বাচনে আলোচিত, সমালোচিত আওয়ামী লীগ নেতা শামীম ওসমান প্রসঙ্গে কামাল হোসেন বলেন, তার লোকজন তো এখন আইভীর জন্য ভোট চাইছে৷ কিন্তু তারা যদি শেষ পর্যন্ত আমাদের হাতি প্রতীকে ভোট দেয় আমরা কি আপত্তি করব? তিনি নির্বাচনের দিন সহিংসতার আশঙ্কাও করেন৷
এর জবাবে সেলিনা হায়াৎ আইভীর নির্বাচন সমন্বয়কারী এবং মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন বলেন, ‘‘তৈমুর আলম খন্দকারের লোকজন বরং কালো টাকার খেলা শুরু করেছে৷ তার পক্ষের গডফাদার ও তার লোকজন আজ (শুক্রবার) রাতে কালো টাকা নিয়ে মাঠে নামবেন৷ তারা টাকা দিয়ে আইভীর ভোট ব্যাংক দখল করতে চাইছে৷ তারা অতীতে অনেকে কালো টাকার মালিক হয়েছেন৷ আমাদের প্রার্থী কোনো চাঁদাবাজি বা টেন্ডারবাজি করেননি৷ তার কালো টাকা আসবে কোথা থেকে?’’
তৈমুরের লোকজনকে গ্রেপ্তার প্রসঙ্গে তিনি বলেন, ‘‘তাদের কাউকে পুলিশ গ্রেপ্তার করছে না৷ যাদের গ্রেপ্তার করা হচ্ছে তারা বিভিন্ন মামলার আসামি, সন্ত্রাসি, চাঁদাবাজ৷ সুষ্ঠু নির্বাচনের স্বার্থেই তাদের আটক করা হচ্ছে৷’’
তিনি আশঙ্কা করেন, ‘‘নির্বাচনের দিন গডফাদাররা বিভিন্ন কেন্দ্রে হামলা করে নির্বাচন ভন্ডুলের চেষ্টা করতে পারে৷ পুলিশ প্রশাসনকে বিষয়টি জানানো হয়েছে৷’’
তার কথা, আওয়ামী লীগ নেতা শামীম ওসমান এখন ঘরে বসে আছেন৷ তার লোকজন নৌকার পক্ষে মাঠে নেমেছেন৷ তবে এগুলো লোক দেখানো৷
নারায়ণগঞ্জের পুলিশ সুপার জায়েদুল আলম জানান, নির্বাচনের দিন যাতে কোনো সহিংসতা না হয় তার ব্যাপক প্রস্তুতি নিয়েছেন তারা৷ তিনি বলেন, ‘‘প্রতিটি কেন্দ্র ভিত্তিক গোয়েন্দা তথ্য নিয়ে নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে৷ সেখানে, পুলিশ, আর্মড পুলিশ, র্যাব ও বিজিবি থাকবে৷’’
তৈমুরের লোকজনকে আটকের অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, ‘‘৮৯ জন প্রার্থীর মধ্যে মাত্র একজন প্রার্থী এই অভিযোগ করছেন৷ আমরা কোনো দলীয় পরিচয় দেখে বা প্রার্থীর লোক আটক করছি না৷ যাদের বিরুদ্ধে মামলা আছে, যারা ওয়ারেন্টের আসামি, মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ তাদের আটক করছি৷’’
কালো টাকার ছড়াছড়ি প্রসঙ্গে তিনি বলেন, ‘‘দুইজন প্রার্থীই এই অভিযোগ করছেন৷ আমরা গোয়েন্দা তথ্য সংগ্রহ করছি৷ যদি অভিযোগের সত্যতা পাওয়া যায় তাহলে আইনগত ব্যবস্থা নেব৷’’
জানা গেছে, শুক্রবার দিবাগত রাত থেকে পুলিশের অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান শুরু হচ্ছে৷ তার তালিকাও করা হয়েছে৷ অভিযানে আওয়ামী লীগের শামীম ওসমান পন্থিরাও আটক ও তল্লাশির মুখে পড়ছেন৷
জেলা রিটার্নিং অফিসার মাহফুজা আক্তার জানান, ‘‘আলাদাভাবে ঝুঁকিপূর্ণ বিবেচনা না করে আমরা ১৯২টি কেন্দ্রকেই বিশেষভাবে দেখছি৷ আমরা সুষ্ঠু নির্বাচনের জন্য সেইভাবেই ব্যবস্থা নিয়েছি৷ আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি নির্বাহী ম্যাজিষ্ট্রেটদের নেতৃত্বে পর্যাপ্ত ভ্রাম্যমাণ আদালত থাকবে নির্বাচনের দিন৷’’
তার কথা, ‘‘এখন পর্যন্ত নির্বাচন নিয়ে কোনো প্রার্থী বড় কোনো অভিযোগ করেননি৷ মুখে কালো টাকা, গডফাদার এগুলো শোনা গেলেও কেউ লিখিত অভিযোগ করেননি৷ তার আশা নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসব মুখর হবে৷’’
মেয়র ছাড়াও ২৭টি ওয়ার্ডে কাউন্সিলর পদে নির্বাচন হবে৷ নির্বাচনে ছয়জন মেয়র প্রার্থী থাকলেও মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে নৌকা প্রতীকের সেলিনা হায়াৎ আইভী এবং স্বতন্ত্র হাতি প্রতীকের তৈমুর আলম খন্দকারের মধ্যে৷
বিএনপি সরাসরি এই নির্বাচনে প্রার্থী দেয়নি৷ নির্বাচনে প্রার্থী হওয়ায় তৈমুর আলম খন্দকারকে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা এবং জেলা বিএনপির আহ্বায়কের পদ থেকে অব্যহতি দেয়া হয়েছে৷ তবে বিএনপির সদস্যপদ তার আছে৷ তাই বিএনপির নেতা-কর্মীরা তার সঙ্গে আছেন৷
অন্যদিকে সেলিনা হায়াৎ আইভী এর আগে পরপর দুইবার মেয়র নির্বাচিত হন৷ প্রথমবার স্বতন্ত্র হিসেবে শামীম ওসমানকে পরাজিত করে তিনি মেয়র হন৷ দ্বিতীয় বার নৌকা প্রতীকে নির্বাচন করে জয়ী হন৷ এবারও তিনি নৌকার প্রার্থী৷
নারায়ণগঞ্জ সিটিতে মোট ভোটার পাঁচ লাখ ১৭ হাজার ৩৫৭৷ নির্বাচন হবে ইভিএম-এ৷ সাধারণ ভেটারদের কথা, অতীতে নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে সহিংসতার নজির নেই৷ তাদের আশা, তাই এবারো উৎসব মুখর পরিবেশে নির্বাচন হবে৷