নাভালনিকে নিরাশ করেননি ভোটদাতারা
১৪ সেপ্টেম্বর ২০২০নাভালনি এখন জার্মানিতে চিকিৎসাধীন। জার্মানি জানিয়েছে, তাঁকে রাশিয়ায় বিষ দিয়ে মারার চেষ্টা হয়েছিল। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিনের অন্যতম প্রধান বিরোধী নেতা হলেন নাভালনি। নাভালনির অনুপস্থিতিতে আঞ্চলিক আইনসভার সদস্য এবং জাতীয় স্তরে এমপি নির্বাচনে তাঁর দল এবং বিরোধীদের নিরাশ করলেন না ভোটদাতারা। অন্তত এক্সিট পোল এবং প্রাথমিক ফলের পর এই দাবি জানিয়েছে নাভালনির দল।
নাভালনির দলের অনুরোধ ছিল, ক্ষমতাসীন ইউনাইটেড রাশিয়া পার্টির বিরুদ্ধে সব চেয়ে শক্তিশালী বিরোধী প্রার্থীকে যেন ভোট দিয়ে জেতান তাঁরা। এরই সঙ্গে ছিল স্থানীয় নির্বাচন। সেখানে ক্ষমতাসীন দল জিতলেও বেশ কিছু জায়গায় তাঁরা গতবারের জেতা আসন হারিয়েছেন। সার্বিয়াতেও নাভালনির জোট সঙ্গীদের লাভ হয়েছে। স্থানীয় নির্বাচনে মানুষ আঞ্চলিক গভর্নর, আইনসভার প্রতিনিধিদের নির্বাচন করতে ভোট দিয়েছেন। সেই সঙ্গে ছিল কিছু উপ নির্বাচন। আগামী বছর ডুমা নির্বাচন। যেখানে শাসক ও বিরোধীদের আসল লড়াই হবে।
রাশিয়ার তৃতীয় বৃহত্তম শহর নভসিবিরস্কে খুবই উচ্চগ্রামে প্রচার হয়েছিল। এর পাশের শহর তোমস্কে নাভালনি গত মাসে গিয়েছিলেন। রোববার রাতে তাঁর টিম জানিয়েছে, দুই শহরেই তারা সিটি কাউন্সিলে আসন জিতছে। নাভালনির তোমস্ক অফিসের প্রধান ভোটে জিতেছেন। নাভালনির জোটসঙ্গীও জিতেছে। তাঁর সহকর্মীদের অভিযোগ এই তোমস্কেই লাভালনিকে বিষ দেয়া হয়।
নভসিবিরস্কেও নাভালনির স্থানীয় অফিসের প্রধান সের্গেই বইকো ভোটে জিতেছেন। তিনি সব বিরোধীদের সঙ্গে নিয়ে ৩০ জন প্রার্থীকে দাঁড় করিয়েছিলেন। সোমবার সরকারিভাবে ফলাফল বেরলে বোঝা যাবে, নাভালনির দল ও জোটসঙ্গীরা কটি আসনে জিততে পারলেন।
ইউনাইটেড রাশিয়া পার্টির চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ জানিয়েছেন, তাঁর দল আঞ্চলিক নির্বাচন জিততে চলেছে। এক্সিট পোল ও প্রাথমিক ফলাফলের ভিত্তিতে এই দাবি করেছেন তিনি।
জিএইচ/এসজি(এএফপি, রয়টার্স)